Wednesday, November 12, 2025

সত্যিই কি খেলিফ পুরুষ? মেডিক্যাল রিপোর্ট ফাঁস হতেই আদালতে অলিম্পিক্সে পদক জয়ী বক্সার

Date:

Share post:

আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফকে নিয়ে বিতর্ক কমছে না। প্যারিস ২০২৪ অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে সোনা জিতেছিলেন খেলিফ। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে কয়েকদিন আগে একটা চাঞ্চল্যকর রিপোর্ট আসে। যে রিপোর্টের তথ্যের ভিত্তিতে মহিলাদের বক্সিংয়ে তাঁর খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। যেখানে বলা হয়, খেলিফ পুরুষ। আর এবার এই মেডিক্যাল রিপোর্টের বিরুদ্ধে আদালতে গিয়েছেন খেলিফ। এদিন এমনটাই জানাল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।

এই নিয়ে তাদের এক বিবৃতে বলা হয়েছে, প্যারিসে অলিম্পিক্স চলাকালীন যে বা যাঁরা তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন খেলিফ। যে সংবাদপত্রে তাঁর মেডিক্যাল রিপোর্ট ফাঁস হয়েছে সেই সংবাদপত্রের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এখন এই বিষয়ে কমিটি কোনও মন্তব্য করবে না। যে মেডিক্যাল রিপোর্ট ফাঁস হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই সেই বিষয়েও কোনও মন্তব্য কমিটি করবে না।”

ফ্রান্সের এক সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, খেলিফ এমন এক অবস্থার শিকার যেখানে শারীরিক যৌন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দ্বিতীয় লিঙ্গের আচরণ সুস্পষ্ট হয়ে ওঠে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, খেলিফের অভ্যন্তরীণ অন্ডকোষ রয়েছে। এবং ক্রোমোজোম XY ঘরানার। এর ফলে যে শারীরিক কন্ডিশনের শিকার তিনি তাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ৫-আলফা রিডাকটেস ডেফিসিয়েন্সি। জানা যাচ্ছে, প্যারিসের ক্রেমলিন বিসেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্স-এর মহম্মদ লামিনের দেবাঘাইন হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে স্পষ্টভাবে খেলিফের শারীরিক কন্ডিশন বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, অন্ডকোষ ছাড়াও মাইক্রো-পেনিস অর্থাৎ ছোট পুরুষাঙ্গের উপস্থিতি রয়েছে তাঁর শরীরে। নিজেকে মহিলা বলে দাবি করলেও মহিলাদের প্রধান স্ত্রী অঙ্গ জরায়ুই নেই তাঁর শরীরে। খেলিফের এই মেডিক্যাল রিপোর্ট ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর অলিম্পিক্স সোনা কেড়ে নেওয়ার দাবি তুলছেন অনেকে।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলিফকে ঘিরে হয়েছে অনেক হইচই। গোটা প্যারিস অলিম্পিক্স ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

আরও পড়ুন- মেগা নিলামের আগে রঞ্জিতে ব্যাট হাতে দাপট শ্রেয়সের, করলেন দ্বিশতরান

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...