নামছে পারদ তবু উধাও শীত, আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের

জেলায় জেলায় কমছে পারদ। রাতের দিকে হালকা কুয়াশা দেখা মিললেও রাতে দৃশ্যমান্যতার কোনও সমস্যা হচ্ছে না। শীত শীত (Winter)ভাব রয়েছে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা করার কোন লক্ষণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দেরিতে হলেও বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টিতে শীত পড়ার সম্ভাবনা ক্ষীণ।

বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে, বলছেন হাওয়া অফিসের কর্তারা। আজ ছট পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। দিনভর মেঘলা আকাশ থাকবে। রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় সামান্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ নভেম্বরের পর উত্তুরে হাওয়া প্রবেশ করবে। তাই নভেম্বরের শেষের দিকেই বাংলায় শীতের প্রভাব পড়বে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।