Wednesday, November 12, 2025

রাজ্যের পরীক্ষাকেন্দ্রে NEET-NET পরীক্ষা আদতে ষড়যন্ত্র, দাবি ব্রাত্যর

Date:

এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) দাবি নিট ও নেটের মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলো কেন্দ্রই পরিচালনা করবে কিন্তু তার জন্য নিরাপদ পরীক্ষাকেন্দ্র খুঁজে দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে। কেন্দ্রের শিক্ষা দফতরের এই চাতুরিকে সরাসরি প্রত্যাখ্যান রাজ্যের। নিট কেলেঙ্কারিতে (NEET scam) জড়িয়ে পড়া এনটিএ নিজেদের পিঠ বাঁচাতে যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। সেই সঙ্গে কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্য ফিরে পাওয়ার দাবি জানিয়েছে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী (education minister)।

সারাদেশ তোলপাড় করা নিট কেলেঙ্কারিতেও (NEET scam) নিজেদের জেদ বজায় রেখে ফের পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। তবে পিঠ বাঁচাতে রাজ্যের ঘাড়ে পরীক্ষাকেন্দ্রের দায় চাপানোর চেষ্টা চলছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়, এখন বিপাকে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে তাঁরা কোনওভাবেই আর রাজ্যকে ফাঁদে ফেলতে পারবে না। নিট কেলেঙ্কারির পর জোরালো প্রশ্ন উঠেছে সর্বভারতীর এই দুই প্রবেশিকা পরীক্ষায় এনটিএ-র (NTA) পরিকাঠামো নিয়ে। তাই নিজেদের ঘাড় থেকে কিছুটা দায় ঝেড়ে ফেলতে রাজ্য গুলির দ্বারস্থ হয়েছে কেন্দ্র।

রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্র প্রস্তাব দিয়েছে, নিট (NEET) ও নেটের (NET) মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলি পরিচালনা করবে এনটিএ (NTA)। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস বা অপ্রীতিকর কোন ঘটনা  এড়াতে নিরাপদ পরীক্ষাকেন্দ্র খুঁজে দিতে হবে রাজ্যগুলিকেই। তবে এই প্রস্তাবে রাজি নয় রাজ্য। কেন্দ্রের ষড়যন্ত্রকারী অভিসন্ধি বুঝতে পেরে আগেই এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ধরনের প্রবেশিকা পরীক্ষা রাজ্যের হাতে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ রাজ্যের হাতে যতদিন এই পরীক্ষা ব্যবস্থার ভার ছিল ততদিন কোনওরকম অপব্যবস্থা দেখা যায়নি। তাই পুনরায় এই পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়েছিল শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ের তরফেই। এ প্রসঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu) জানান, অভিন্ন প্রবেশিকা পরীক্ষা রাজ্য খুব ভালোভাবে নিত। রাজ্যের হাত থেকে কেন বিজেপি সরকার এই পরীক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিল তা আমাদের বোধগম্যতার বাইরে ছিল। এ পরীক্ষা আবার ফেরত চাই আমরা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version