Saturday, November 15, 2025

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তায় NFT-এর রিপোর্ট: তিন সপ্তাহে মতামত জানাবে সব রাজ্য

Date:

গোটা দেশের স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের জন্য অতিরিক্ত উদ্যোগ নিয়ে ন্যাশানাল টাস্ক ফোর্স (National Task Force) গঠন করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। প্রায় তিনমাসে সেই কমিটি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা বিধানের রিপোর্ট বৃহস্পতিবারের শুনানিতে পেশ করে সুপ্রিম কোর্টে (Supreme Court)। দেশের সব রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretary) সেই রিপোর্ট পাঠিয়ে তাতে মতামত পেশের জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়।

আর জি করের ঘটনার পরে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় প্রথম শুনানিতেই একটি কমিটি গঠন করা দেশের স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা বিধানে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সব ধরনের স্টেকহোল্ডারদের (stakeholder) মতামত শোনার জন্য। নয় সদস্যের সেই কমিটিতে পরে কেন্দ্র সরকারের প্রতিনিধিরাও যুক্ত হন। যদিও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ শীর্ষ আদালত দেওয়ার পরই রাজ্য সরকার (state government) নিজেদের স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার প্রক্রিয়া শুরু করে। নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ ইতিমধ্যেই বাংলায় কার্যকরও হয়েছে।

বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud) স্পষ্টভাবে উল্লেখ করেন এই টাস্ক ফোর্সের প্রতিবিধান শুধুমাত্র কলকাতার জন্য নয়, গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা বিধান করবে তা নিশ্চিত করবে। সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে এনটিএফ (NTF) মূলত দুটি বিষয়ে বিস্তারিত পেশ করেছে – প্রথমত, স্বাস্থ্যক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ করতে পদক্ষেপ। দ্বিতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে যে কোনও ধরনের হিংসা বন্ধে পদক্ষেপ।

এনটিএফের (NTF) এই রিপোর্ট সব রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretary) পাঠানোর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রিপোর্টের সঙ্গে সব রাজ্য সংক্ষেপে নিজেদের মতামত পেশ করতে পারবে তিন সপ্তাহের মধ্যে। মতামত পেশের জন্য রাজ্যগুলি তাদের সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের থেকে মতামত সংগ্রহও করতে পারবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version