Sunday, January 11, 2026

আমেরিকার ‘সেকেন্ড লেডি’ ভারতীয় বংশোদ্ভূত, কে এই উষা চিলুকুরি ভ্যান্স

Date:

Share post:

আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হার মেনেছেন। তারপরও ভারতীয় যোগ রয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র সেনেটে। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স হলেন আমেরিকা সেকেন্ড লেডি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হলেন তিনি। উষার আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশের এক গ্রামে। সেই গ্রামে রয়েছেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁরা প্রার্থনা করছেন ঊষার সাফল্যের জন্য। ঊষার এই উত্থানে ভারত ও আমেরিকার মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলেই তাঁদের বিশ্বাস। উচ্চশিক্ষিত উষা চিলুকুরি ভ্যান্স একজন সফল আইনজীবী। অন্ধ্রপ্রদেশের ভদলুরু গ্রাম থেকে আমেরিকায় গিয়ে ইয়েল ল স্কুল থেকে স্নাতক হয়েছেন। বড়ো হয়েছেন সান ডিয়েগোতে। আমেরিকায় পাড়ি জমালে কোনওদিনও তিনি নাড়ির টান ছিন্ন করেননি। আমেরিকায় চলে যাবার পর থেকে তাঁর বাবা ও পরিবারের সদস্যরা গ্রামের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন বরাবর। গ্রামের মন্দির প্রতিষ্ঠায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গ্রামের কল্যাণে সাঁইবাবা, লক্ষ্মী নারাসিম্মা স্বামী এবং দেবী বালা সীতা মন্দিরের জন্য জমি দান করেছেন তাঁরা।

সম্প্রতি একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প উষা এবং জেডি ভ্যান্সকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর সুন্দরী স্ত্রী উষা ভ্যান্সকে অভিনন্দন। মার্কিন মুলুকে জেডি ভ্যান্সের এই জয় ভারতের অন্ধ্রপ্রদেশের গ্রামকে গৌরবান্বিত করেছে। যদিও উষা কখনূ গ্রামে আসেননি। তাঁর বাবা চিলুকুরি রাধাকৃষ্ণন বছর তিনেক আগে গ্রামে এসে মন্দিরগুলির সংস্কারে ভূমিকা রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ঊষার এই প্রাপ্তি প্রবাসী ভারতীয়দের মধ্যে একটি বড়ো উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল ভারতীয় জনসংখ্যার একটি উল্লেখযোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৮০ লক্ষে পৌঁছেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এশীয় জাতিগোষ্ঠী।

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...