Sunday, August 24, 2025

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, উপনির্বাচনের আগে কী কর্মসূচি জেনে নিন

Date:

উপনির্বাচনের প্রাক্কালে ফের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ নভেম্বর তিনি দার্জিলিং (Darjeeling)-এ পৌঁছবেন। তবে নির্বাচনী প্রচারে নয়, তিনি সরকারি কর্মসূচিতে যোগ দিতে এবার দার্জিলিংয়ে যাচ্ছেন। এছাড়াও একাগুচ্ছ সূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে চূড়ান্ত উন্মাদনা শুরু হয়েছে পাহাড়ে।

এবারই প্রথম সরস মেলা (Festival)-র আয়োজন করা হচ্ছে দার্জিলিংয়ে। পঞ্চায়েত দফতরের উদ্যোগে ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১২ নভেম্বর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা যোগ দেবেন দার্জিলিংয়ের সরস মেলায়। সরস মেলার উদ্বোধন ছাড়াও মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে সূত্রের খবর।

জিটিএ (GTA) পরিচালনার ক্ষেত্রে অনীত থাপা (Anit Thapa)-র ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) পাহাড় উন্নয়নে সম্পূর্ণ সহায়তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC) এবং রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। অনীত থাপার নেতৃত্বে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে পাহাড়ে। সেই সমস্ত কাজেরই পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। গত বছর ডিসেম্বরে শেষবার পাহাড় সফর গিয়ে মুখ্যমন্ত্রী কার্শিয়াংয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েই ফিরে এসেছিলেন কলকাতায়। এবার ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি সেরে তবে তিনি কলকাতায় ফিরবেন।

লোকসভা নির্বাচনের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফর। ফলে এই সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। পাহাড়ে তিন পুরসভার নির্বাচন বাকি, সেখানে দলের অবস্থান কী হবে, তা নিয়েও নেতৃত্বকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে। প্রতিবার কলকাতায় হয় মেলা, পাশাপাশি শিলিগুড়িতেও হয়। পাহাড়ে এই প্রথম। শীতের মরসুমে দার্জিলিংয়ে দেশ-বিদেশের পর্যটকদের উপস্থিতিতে এবারের মেলা অন্য মাত্রা পাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version