দক্ষিণ দমদমে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, আটক গৃহশিক্ষক

টিউশন পড়তে গিয়ে গৃহশিক্ষকের কাছে শ্লীলতাহানির শিকার অষ্টম শ্রেণীর ছাত্রী! বৃহস্পতিবার নাবালিকা বাড়ি ফিরে কাঁদতে শুরু করলে সন্দেহ হয় পরিবারের। এরপরই বাড়ির লোক এবং পাড়া-প্রতিবেশীরা গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করেন।

নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো নভেম্বর বৃহস্পতিবার টিউশন পড়তে গেছিলেন ছাত্রী। অভিযোগ, পড়ানোর মাঝেই গৃহশিক্ষক তাঁকে আলাদা করে ডেকে অশালীন আচরণ করেন। এরপরই রাতেই পরিবার এবং স্থানীয়রা পৌঁছে যায় অভিযুক্তের বাড়িতে। খবর দেওয়া হয় থানায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর।