Monday, November 24, 2025

আজ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, জয়ই লক্ষ্য সূর্যর

Date:

Share post:

আজ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। প্রটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের দল। সূর্যর নেতৃত্বে নতুন একটা ভারতীয় টিম নামছে। যাদের অনেকেরই আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। তবুও এই দল নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার অধিনায়ক।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। বর্তমানে, ভারত অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত সাতটি টি-২০ ম্যাচে ১৭৫.৬৩ স্ট্রাইক রেটে ৩৪৬ রান করেছেন। ২০ ওভারের ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে তিনি একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন। এদিকে, ডেভিড মিলার ২১ ম্যাচে ১৫৬.৯৪ স্ট্রাইক রেটে ৪৫২ রান নিয়ে শীর্ষস্থান ধরে রয়েছেন। আসন্ন টি-২০ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে সূর্যকুমারের প্রয়োজন ১০৭ রান। চার ম্যাচের সিরিজে সূর্য করতে পারলে গড়বেন রেকর্ড। এছাড়াও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০তে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি, ৩৪ বছর বয়সি এই খেলোয়াড় টি-২০ দ্রুততম ১৫০ ছক্কা মারার রেকর্ডে সামনে দাঁড়িয়ে। ৭৪ টি-২০ ম্যাচ এবং ৭১টি ইনিংসে, সূর্যকুমার ১৪৪টি ছক্কা মেরেছেন। এই মাইলফলক অর্জন করতে চার ম্যাচের টি-২০ সিরিজে তাকে ৬টি ছক্কা মারতেই হবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ় খেলবে ভারত। টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর আবার মুখোমুখি হবে দু’দল। বিশ্বকাপে খেলা দলের অনেক ক্রিকেটার এই সিরিজ়ে খেলবেন না। এই সিরিজে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ।

আরও পড়ুন- কিউইদের কাছে হার, বর্ডার গাভাস্কর ট্রফির আগে রোহিতদের বিশেষ বার্তা কপিল দেবের

spot_img

Related articles

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...

ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা।...