ফের শাসকদল-বিরোধীদের কার্যত হাতাহাতির জেরে উত্তাল জম্মু ও কাশ্মীর বিধানসভা। শুক্রবার নিয়ে টানা ৩ দিন একই পরিস্থিতি এই বিধানসভায় ৩৭০ ধারা পুনর্বহালের দাবিতে আজও উত্তেজনা ছড়াল সেখানে। ৩৭০ ধারা ইস্যুতে ফের মুলতবি অধিবেশন। বিজেপি বিধায়কক-সহ ১৩ জনকে সভা থেকে বার করে দেন মার্শাল।

বুধবার উপত্যকার ন্যশানাল কনফারেন্স সরকারের পক্ষ থেকে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করানো হয়। উপত্যকায় বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারের সঙ্গে আলোচনা শুরু হোক, এই মর্মে প্রস্তাব পাশ করায় শাসক দল। বৃহস্পতিবার কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে আসেন আওয়ামি ইত্তিহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ। ব্যানারে লেখা ছিল ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। তা নিয়েও হাতাহাতি হয় বিধায়কদের মধ্যে। শেষে অধিবেশন মুলতবি করে দেন স্পিকার আব্দুল রহিম।

এদিন সকালে কাশ্মীর বিধানসভা অধিবেশন শুরু হতেই যে প্রস্তাব বুধবার পাশ হয়েছিল, তা প্রত্যাহারের দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পালটা বিক্ষোভ দেখান নির্দল এবং ইঞ্জিনিয়ার রশিদের দলের বিধায়ক খুরশিদ আহমেদ শেখ। বাধ্য হয়ে অধ্যক্ষ তাঁদের মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে আজ অধিবেশন মুলতবি হয়ে যায়।

আরও পড়ুন- অনুব্রত ফিরেছেন, বীরভূমে কোর কমিটিকেও গুরুত্ব বীরভূমে! নেপথ্যে কোন সমীকরণ
