Tuesday, December 2, 2025

যোগীরাজ্যে আজব প্রস্তাব! মহিলা গ্রাহকদের ‘ছোঁবেন’ না পুরুষ দর্জি-পার্লারের কর্মীরা

Date:

Share post:

এ যেন মাথা ব্যথা সারাতে মাথা কেটে ফেলার প্রস্তাব! মহিলাদের সঙ্গে বেড়ে চলা হেনস্থা রুখতে আজব নিদান উত্তরপ্রদেশের (Utter Pradesh) রাজ্য মহিলা কমিশনের (State Women Commission)। ২৮ অক্টোবর মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে যোগী রাজ্যে মহিলা কমিশনের একটি বৈঠক হয়। সেখানে প্রস্তাব দেওয়া হয়, মহিলাদের জামাকাপড়ের মাপ কোনও পুরুষ দর্জি নিতে পারবেন না। এমনকী, নয়, সেলোঁ বা পার্লারে (Parlour) কোনও মহিলার চুলও কাটতে পারবেন না পুরুষ কর্মী। কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কমিশনের সদস্যরাও।

দেশ-বিদেশে যুগ যুগ ধরে মহিলাদের পোশাক তৈরি করছেন পুরুষ দর্জিরা। সব্যসাচী মুখোপাধ্যায়-সহ দেশের এমন অনেক বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার আছেন, যাঁরা শুধু মহিলাদের পোশাকই তৈরি করেন। দেশের অলিগলিতে টেলারিং শপে রয়েছেন পুরুষ দর্জি। কিন্তু যোগীরাজ্যে সেই নিয়েও ফতোয়া। রাজ্য মহিলা কমিশনের সদস্য হিমানী আগরওয়াল জানান, ২৮ অক্টোবর সেই বৈঠকে কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান প্রস্তাব রাখেন, মহিলাদের পোশাকের মাপ একমাত্র মহিলা দর্জিই নেবেন। শুধু তাই নয়, সেলোঁ বা পার্লারে মহিলা গ্রাহকদের কোনও পুরুষ কর্মী পরিষেবা দিতে পারবেন না। শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। এই প্রস্তাবে সকলেই সম্মতি দিয়েছেন বলে জানান ওই সদস্য।

মহিলা কমিশনের যুক্তি, এই ধরনের পেশায় মহিলা গ্রাহকেরা না কি পুরুষদের দ্বারা হেনস্থার শিকার হন। অনেক সময় আপত্তিকর ভাবে মহিলাদের স্পর্শ করার চেষ্টাও করা হয়। এই প্রস্তাব যোগী সরকারের কাছে পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন হিমানী।

এর পরেই এই প্রস্তাব ঘিরে তীব্র সমালোচনা ছড়িয়েছে। বিরোধীদের মতে, উত্তরপ্রদেশে (Utter Pradesh) একের পর এক ধর্ষণ-খুন-শ্লীলতাহানির ঘটনায় দেশে মুখ পুড়েছে যোগী সরকারের। এই অবস্থা সামল দিতে না পেরে- এবার আজব ফতোয়া জারি করার কথা ভাবছে রাজ্য। অনেকে আবার একে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে আফগানিস্তানে যে ভাবে মহিলাদের সব স্বাধীনতা কেড়ে গৃহবন্দি করা হচ্ছে- এই ধরনের প্রস্তাব তারই প্রথম পদক্ষেপ বলে মত অনেকের। এখন এই প্রস্তাবে যোগী সরকার সাড়া দেয় কি না সেটাই দেখার।







spot_img

Related articles

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে...

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের...