Friday, December 19, 2025

সিসি ক্যামেরার নজরদারিতে ডাক্তারি পরীক্ষার লাইভ স্ট্রিমিং, কড়া সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

মেডিক্যাল পরীক্ষা (Medical Exam) নিয়ে কড়া সিদ্ধান্ত রাজ্যের। এবার থেকে সিসি ক্যামেরার অধীনে পরীক্ষা দিতে হবে জুনিয়র ডাক্তারদের(Junior Doctors)। কেন্দ্রীয়ভাবে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় (West Bengal Health University)। গত ২১ অক্টোবর জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন, পরীক্ষায় কাউকে ঘাড় ঘোরাতে দেওয়া হবে না। এবার সেই মতো পদক্ষেপ শুরু রাজ্যের (Government of West Bengal)।

আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর: দিন ঘোষণা বাইডেনের

সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্তব্যে গাফিলতি নিয়ে বারবার অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রেই বলা হয় যে ডাক্তাররা ‘টুকে পাশ’ করেছেন, তাই রোগীর চিকিৎসা ঠিক মতো করতে পারছেন না। এমনিতেই আন্দোলন আর ‘রাজনীতি’ করতে এতটাই ব্যস্ত চিকিৎসকরা যে হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ার খবর বারবার শিরোনামে উঠে এসেছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষায় অনেক ক্ষেত্রেই শৌচালয়ে গিয়ে টুকলির অভিযোগ উঠেছে। এবার এমবিবিএস পরীক্ষা থেকেই কড়া হতে চাইছে রাজ্য। জুনিয়র ডাক্তারদের পরীক্ষার লাইভ স্ট্রিমিং (Live Streaming of Junior Doctors exam) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখতে পারবে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ফুটেজটাই সংরক্ষিত করা হবে অন্তত এক বছরের জন্য। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কর্তাদের সঙ্গে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। পরীক্ষার হলে বসে কেউ যাতে কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই বন্দোবস্ত হচ্ছে। তবে পরীক্ষার সরাসরি সম্প্রচার একমাত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই দেখা যাবে।

এক নজরে দেখে নেওয়া যাক স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজের বৈঠকে কোন কোন সিদ্ধান্ত গৃহীত হয়েছে? 

• সিসিটিভি নজরদারির আওতায় হবে ডাক্তারি পরীক্ষা

• স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে লাইভ স্ট্রিমিং চলবে

• প্রশ্নপত্র ছাপানোর সময়ও সিসিটিভি নজরদারি থাকবে

• পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়ন করা হবে

• হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়া হবে

• এক্সাম সেন্টারের শৌচালয়গুলিতে কড়া পাহারা থাকবে

• পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পর্যবেক্ষক থাকবেন

• পরীক্ষা চলাকালীন দুজন পরীক্ষার্থীর মাঝে নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে

• অধ্যাপকদের বিশ্ববিদ্যালয়ে বসেই খাতা দেখা বাধ্যতামূলক

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...