কল্যাণ বলেন, চলচ্চিত্রে বারবার হাততালি এসেছে তাঁর ডায়লগের জোরে। আরও স্পষ্ট বললে, তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গিতে ডায়লগ ডেলিভার করার জোরে। ভোট আবহে প্রচারে, বক্তৃতায় ঝাঁঝ তুলতে দেখা যায়। তবে পর্দার বাইরে ডায়লগের জোরে হাততালি কুড়োতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন।
প্রসঙ্গত, এই প্রথম নয়, কখনও ভোটের প্রচারের মঞ্চে হাততালি কুড়োতে গিয়ে সিনেমার ডায়লগ বলে আলোচিত হয়েছেন, কখনও বিতর্কিত কথা বলে। তবে এবারে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ১৯৬৮ সালের মিঠুনকে মনে পড়াতে গিয়ে পরপর যেসব কথা বলেছেন, সেগুলোকেও আদতে হেট স্পিচ বলেই মনে করছেন রাজনীতির আলোচকরা।