Saturday, November 15, 2025

অনুব্রত ফিরেছেন, বীরভূমে কোর কমিটিকেও গুরুত্ব বীরভূমে! নেপথ্যে কোন সমীকরণ

Date:

Share post:

বীরভূমে দল পরিচালনায় কোর কমিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফিরে আসার পর এই প্রথম কোর কমিটির বৈঠক বসছে। সেখানে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল ও কোর কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় রেখে চলার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই মত ব্যক্ত করেছেন।

বীরভূমে (Birbhum) দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই কোর কমিটি (Core Committee) বৈঠকের তোড়জোড় শুরু হয়। আগামী ১৬ নভেম্বর সেই বৈঠক ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে কোর কমিটির সদস্যরা সবাই উপস্থিত থাকবেন। বৈঠকের ডাক দেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এই বৈঠকে অনুব্রত মণ্ডলকেও যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটিকে গুরুত্ব দিয়ে নিজেই অনুব্রত মণ্ডলের ভূমিকা সুস্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বলেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি। উনি নিজে কোর কমিটিকে পরিচালনা করবেন। অনুব্রতও কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়েছিলেন আগে। বলেছিলেন, কোর কমিটির সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি না, তা দেখতে হবে। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত।

বৃহস্পতিবার নিজের জন্মদিনে ব্যক্তিগত অভিমত প্রকাশ করে অভিষেক বলেন, আমার ব্যক্তিগত মত, কোর কমিটি থাকা উচিত। কারণ, এই কোর কমিটিই বীরভূমে আমাদের দু’টি লোকসভা আসনে জয় ধরে রেখেছে। ব্যবধানও বাড়িয়েছে। তিনি অনুব্রতকে কোর কমিটি পরিচালনার ভার দেওয়ার কথাও জানিয়েছেন স্পষ্ট করে।

আরও পড়ুন- বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! কড়া হুঁশিয়ারি ভারতের

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...