Thursday, August 21, 2025

অনুব্রত ফিরেছেন, বীরভূমে কোর কমিটিকেও গুরুত্ব বীরভূমে! নেপথ্যে কোন সমীকরণ

Date:

Share post:

বীরভূমে দল পরিচালনায় কোর কমিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফিরে আসার পর এই প্রথম কোর কমিটির বৈঠক বসছে। সেখানে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল ও কোর কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় রেখে চলার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই মত ব্যক্ত করেছেন।

বীরভূমে (Birbhum) দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই কোর কমিটি (Core Committee) বৈঠকের তোড়জোড় শুরু হয়। আগামী ১৬ নভেম্বর সেই বৈঠক ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে কোর কমিটির সদস্যরা সবাই উপস্থিত থাকবেন। বৈঠকের ডাক দেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এই বৈঠকে অনুব্রত মণ্ডলকেও যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটিকে গুরুত্ব দিয়ে নিজেই অনুব্রত মণ্ডলের ভূমিকা সুস্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বলেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি। উনি নিজে কোর কমিটিকে পরিচালনা করবেন। অনুব্রতও কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়েছিলেন আগে। বলেছিলেন, কোর কমিটির সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি না, তা দেখতে হবে। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত।

বৃহস্পতিবার নিজের জন্মদিনে ব্যক্তিগত অভিমত প্রকাশ করে অভিষেক বলেন, আমার ব্যক্তিগত মত, কোর কমিটি থাকা উচিত। কারণ, এই কোর কমিটিই বীরভূমে আমাদের দু’টি লোকসভা আসনে জয় ধরে রেখেছে। ব্যবধানও বাড়িয়েছে। তিনি অনুব্রতকে কোর কমিটি পরিচালনার ভার দেওয়ার কথাও জানিয়েছেন স্পষ্ট করে।

আরও পড়ুন- বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! কড়া হুঁশিয়ারি ভারতের

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...