Saturday, August 23, 2025

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: ৩০ তম বর্ষে জন্ম শতবার্ষিকী উদযাপন পাঁচ দিকপাল শিল্পীর

Date:

আসন্ন ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার চলচ্চিত্র জগতের পাঁচ দিকপাল শিল্পীর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে। আগামী চার থেকে ১১ ডিসেম্বর শহরে ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে। সেখানে তপন সিংহ,অরুন্ধতী দেবী,হরিসাধন দাশগুপ্ত , মার্লোন ব্রান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নির জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাদের শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে। বিশিষ্ট পরিচালক তপন সিংহের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কাজকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে তার স্বনামধন্য সিনেমাগুলি চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার গোয়ায় ৫৫ তম জাতীয় চলচ্চিত্র উৎসবেও তপন সিংহকে সম্মান জানাতে হারমোনিয়াম ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। একই রকম ভাবে, কলকাতা চলচ্চিত্র উৎসবেও তার একাধিক ছবি র বিশেষ স্ক্রিনিং এর ব্যবস্থা করা হবে। জন্মশতবর্ষে পদার্পণ করা অন্যান্য প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার ও শিল্পীদের সম্মানিত করতে একই রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত ৪ থেকে ১১ ডিসেম্বর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম ঘোষকে নতুন চেয়ারম্যান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাইস-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। উৎসবের লক্ষ্য হল চমৎকার বৈশ্বিক এবং ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ঐতিহ্য বজায় রাখা।রাজ চক্রবর্তী পাঁচ বছরেরও বেশি সময় ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান হিসেবে। করেছেন কিন্তু গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যা মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পাশে ছিলাম-পাশে থাকব: আমতলায় বিজয়া সম্মিলনীতে জনসংযোগ অভিষেকের, পার্টি অফিসে জনপ্লাবন

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version