Saturday, May 3, 2025

পাশে ছিলাম-পাশে থাকব: আমতলায় বিজয়া সম্মিলনীতে জনসংযোগ অভিষেকের, পার্টি অফিসে জনপ্লাবন

Date:

সব সময়ই তিনি থাকেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পরেও ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সুখে-দুঃখে থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সেই কারণে চোখের অস্ত্রোপচারের পরে জনসংযোগও শুরু করলেন সেই ডায়মন্ড হারবার দিয়েই। শনিবার, তাঁকে ঘিরে পার্টি অফিসে ছিল জনপ্লাবন। বাঁধভাঙা উচ্ছ্বাস স্থানীয় কর্মী-সমর্থক ও বাসিন্দাদের।

সদ্য আমেরিকা থেকে চোখে অপারেশন করিয়ে এসেছেন অভিষেক। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে দেখা যায় তাঁকে। রাজ্যে উপনির্বাচনের আগেই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করলেন অভিষেক। এদিন বিকেল ৪টের কিছু আগে আমতলা পৌঁছে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৪টে থেকে দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রের জনপ্রতিনিধি-সহ শুভেচ্ছা ও কুশল বিনিময়ে করেন তিনি। এদিন তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় কর্মী-সমর্থক ও মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

চোখে অস্ত্রোপচারের পর এই প্রথম কোনও দলীয় কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক। এর আগে অবশ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীপুজো এবং বৃহস্পতিবার তাঁর জন্মদিন উপলক্ষে কালীঘাটের বাড়ির সামনে হাজার হাজার কর্মী-সমর্থকের ভিড়ে মিশে গিয়েছিলেন। কিন্তু বিজয়ী সম্মিলনীর মোড়কে হলেও, অস্ত্রোপচারের পর এই প্রথম দলীয় কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক। শুধু শুভেচ্ছা-কুশল বিনিময়ই নয়, ঘরোয়া স্তরের আলোচনায় ডায়মন্ড হারবার-সহ এই জেলার উন্নয়নের কর্মকাণ্ড নিয়েও মতামত ভাগ করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত স্তরেও সকলের কথা জেনেছেন। সেই সঙ্গে তাঁদের জানিয়েছেন সুখে-দুঃখে ডায়মন্ড হারবারবাসীর পাশে ছিলাম, থাকব। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী হলেও জেলার অনেক নেতাই এদিন এসে হাজির হয়েছিলেন আমতলায়। বরাবরই ডায়মন্ড হারবারের উন্নয়ন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ হয়ে থেকেছে। আগামী দিনেও তার ব্যতিক্রম হবে না। দলের নির্দেশে গোটা রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী করেছেন নেতা-কর্মীরা। এবার নিজের কেন্দ্রের বিজয়া সম্মিলনী সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

পাশাপাশি তৃণমূল সূত্রে খবর, ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর। প্রথম পর্যায়ে নবজোয়ার কর্মসূচিতে প্রায় ৬০ দিন বাড়ির বাইরে ছিলেন অভিষেক। রাত কাটিয়েছেন তাঁবুতে। সেই বার বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। এবারও একইভাবে টানা কর্মসূচি করবেন তিনি। তাঁর সফর এবারও বাংলার উত্তর থেকে দক্ষিণমুখী হবে বলেই জানা যাচ্ছে। তবে তার আগেই তাঁর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান নিয়ে তুমুল উচ্ছ্বাস ছিল তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে।







Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version