Sunday, November 9, 2025

অযোগ্য-হাতে রেল! সমন্বয়ের অভাবে দুই কোচের মাঝে পিষে মৃত রেলকর্মী

Date:

প্রতিদিন রেল দুর্ঘটনা নতুন নয়। লাইন থেকে রেলের কামরা পড়ে যাওয়া বা একই লাইনে দুই ট্রেনের মুখোমুখি চলে আসায় বারবার রেলের সমন্বয়ের অভাব স্পষ্ট হয়েছে। এবার সেই সমন্বয়ের অভাবে মর্মান্তিক মৃত্যু হল রেলকর্মীর। এমনকি ইঞ্জিন (engine) ও বগির মাঝে প্রায় দুঘণ্টা পড়ে রইল সেই মৃতদেহ। ঘটনার পরই নিয়োগ না করে অল্প সংখ্যক কর্মী দিয়ে অনেক কাজ করানোর বিরোধিতায় ক্ষোভে ফেটে পড়েন রেলকর্মীরা।

বিহারের বারৌনি (Barauni) জংশনের মতো স্টেশনে প্রতিদিন প্রায় নয়টি সেকশনে ট্রেন যাতায়াত করে। ব্যস্ত এই স্টেশনে ট্রেনের ডি-কাপলিং (de-coupling) পদ্ধতি নৈমিত্তিক ঘটনা। শনিবার লক্ষ্ণৌ-বারাউনি এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসার পরে সান্টিংয়ের (shunting) জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অমর রাউত নামে এক কর্মী ইঞ্জিন ও বগির মাঝে নেমে কাপলিং (coupling) খুলতে যান। সেই সময় সিগনাল না থাকা সত্ত্বেও ইঞ্জিন পিছনে নিতে শুরু করেন চালক। মর্মান্তিকভাবে দুই বাম্পারের (bumper) মাঝে পড়ে মৃত্যু হয় অমরের।

ঘটনার পরই পালিয়ে যান ট্রেনের চালক। ইঞ্জিন সরানোর টানাপোড়েনে প্রায় দুঘণ্টা ওভাবেই পড়ে থাকে দেহ। একদিকে ট্রেন চালকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন রেলকর্মীরা। সেই সঙ্গে তাঁদের দাবি, কাপলিং (coupling) খোলার কাজে খাতায় কলমে চারজন কর্মী মঞ্জুর করা থাকলেও রেলকর্মীর স্বল্পতার জন্য বারৌনির (Barauni Jn.) মতো স্টেশনে অর্ধেক লোক থাকেন। দুজন কর্মী নিয়ে কাজ করার জন্য এভাবে মৃত্যু হল ৩৫ বছরের রেলকর্মীরা, দাবি বিক্ষোভরত কর্মীদের।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version