বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ। বণিকসভার অনুষ্ঠানে রাজ্যে দু’টি প্রকল্পের কথা ঘোষণা করল দু’টি সংস্থা। স্মার্ট মিটার তৈরির কারখানা তৈরি করছে ইসক্রাইমেকো ইন্ডিয়া। আর কগনিজ্যাজ্যান্ট (Cognizant) কোভিডের সময় থেকে বন্ধ অফিস নতুন করে চালু করছে। যার ফলে প্রায় ১১০০০ মানুষের কর্মসংস্থান (Employment) হবে।
পাশাপাশি, আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের সেক্টর ফাইভের প্রথম ক্যাম্পাসটি নতুন করে তৈরি হচ্ছে। কগনিজ্যাজ্যান্টের কলকাতার অপারেশন হেড সাজিদ হুসেন জানান, কোভিডের সময় থেকে সেক্টর ফাইভে সংস্থার প্রথম অফিসটি বন্ধ। সেটিই নতুন করে তৈরি করার পরে খোলা হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে কমপক্ষে ২০০০ কর্মসংস্থান (Employment) হবে। সাজিদের কথায়, এ রাজ্যের মতো মেধা সম্পন্ন কর্মী অন্য কোথাও পাওয়া মুশকিল। সেই কারণেই নতুন করে অফিস চালু করার সিদ্ধান্ত।