Monday, August 25, 2025

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ, ২টি প্রকল্পের কথা ঘোষণা ২ টি সংস্থার

Date:

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ। বণিকসভার অনুষ্ঠানে রাজ্যে দু’টি প্রকল্পের কথা ঘোষণা করল দু’টি সংস্থা। স্মার্ট মিটার তৈরির কারখানা তৈরি করছে ইসক্রাইমেকো ইন্ডিয়া। আর কগনিজ্যাজ্যান্ট (Cognizant) কোভিডের সময় থেকে বন্ধ অফিস নতুন করে চালু করছে। যার ফলে প্রায় ১১০০০ মানুষের কর্মসংস্থান (Employment) হবে।

বণিকসভা CII-এর সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানান, ৯০০-৯৫০ কোটি টাকা বিনিয়োগ করে নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার (Smat Meter) তৈরির কারখানা তৈরি করছেন তাঁরা। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে প্রায় ৯০০০। ইসক্রাইমেকোর দু’টি কারখানা আছে মহীশূর এবং হায়দরাবাদে। দু’টি কারখানায় মাসে মোট ৪০০০০ স্মার্ট মিটার তৈরির ক্ষমতা আছে। মদন মোহন জানান, ৯ লক্ষ বর্গফুট জুড়ে তৈরি কলকাতার কারখানাটি অন্য দুটি কারখানা থেকে আয়তনে বড় হবে। সেক্ষেত্রে এখানে দৈনিক ১০০০ মিটার তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই স্মার্ট মিটার জল, গ্যাস ও বিদ্যুতের জন্য ব্যবহার করা যাবে। শীঘ্রই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। কলকাতার কারখানা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরে স্মার্ট মিটার পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসক্রাইমেকোর।

পাশাপাশি, আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের সেক্টর ফাইভের প্রথম ক্যাম্পাসটি নতুন করে তৈরি হচ্ছে। কগনিজ্যাজ্যান্টের কলকাতার অপারেশন হেড সাজিদ হুসেন জানান, কোভিডের সময় থেকে সেক্টর ফাইভে সংস্থার প্রথম অফিসটি বন্ধ। সেটিই নতুন করে তৈরি করার পরে খোলা হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে কমপক্ষে ২০০০ কর্মসংস্থান (Employment) হবে। সাজিদের কথায়, এ রাজ্যের মতো মেধা সম্পন্ন কর্মী অন্য কোথাও পাওয়া মুশকিল। সেই কারণেই নতুন করে অফিস চালু করার সিদ্ধান্ত।







Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version