শারীরিক সমস্যার কারণে রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নেওয়ার পর দেশে ফিরে ফের সক্রিয় তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সামনে উপনির্বাচন, তার আগে শনিবার থেকেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর নিজের লোকসভা কেন্দ্রের অধীনস্থ আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতেই অংশ নেবেন অভিষেক (Abhishek Banerjee)।