Sunday, August 24, 2025

শারীরিক সমস্যার কারণে রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নেওয়ার পর দেশে ফিরে ফের সক্রিয় তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সামনে উপনির্বাচন, তার আগে শনিবার থেকেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর নিজের লোকসভা কেন্দ্রের অধীনস্থ আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতেই অংশ নেবেন অভিষেক (Abhishek Banerjee)।

লোকসভা নির্বাচনের (Loksabha election) পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন বাইরে থাকতে হয়েছিল তাঁকে। বিদেশে অস্ত্রোপচার করিয়ে আসার পরে দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে আজ থেকেই পুরোদস্তুর ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাঁর জন্মদিনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ভালবাসায় আপ্লুত ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি হাত মেলানো, কেক কাটা এবং সেলফির আবদারও মিটিয়েছেন অভিষেক। দীপাবলির সন্ধ্যায় সপরিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন সাংসদ। দলে বেশ কিছু রদবদলের সম্ভাবনার মাঝেই অভিষেক তাঁর মতামত মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে খবর। পাশাপাশি তিনি ফের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে মনে করা হচ্ছে। নবজোয়ারের প্রথম পর্যায়ে দু মাস বাড়ির বাইরে থেকে উত্তর থেকে দক্ষিণে সাধারণ মানুষের সঙ্গে পায়ে হেঁটে মিশেছেন অভিষেক। এবারেও ২০২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের একবার মানুষের দরবারে পৌঁছে যাবেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজকের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়েই আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দেবেন অভিষেক, এমনটাই মনে করা হচ্ছে।

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version