Saturday, November 8, 2025

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ, ২টি প্রকল্পের কথা ঘোষণা ২ টি সংস্থার

Date:

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ। বণিকসভার অনুষ্ঠানে রাজ্যে দু’টি প্রকল্পের কথা ঘোষণা করল দু’টি সংস্থা। স্মার্ট মিটার তৈরির কারখানা তৈরি করছে ইসক্রাইমেকো ইন্ডিয়া। আর কগনিজ্যাজ্যান্ট (Cognizant) কোভিডের সময় থেকে বন্ধ অফিস নতুন করে চালু করছে। যার ফলে প্রায় ১১০০০ মানুষের কর্মসংস্থান (Employment) হবে।

বণিকসভা CII-এর সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানান, ৯০০-৯৫০ কোটি টাকা বিনিয়োগ করে নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার (Smat Meter) তৈরির কারখানা তৈরি করছেন তাঁরা। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে প্রায় ৯০০০। ইসক্রাইমেকোর দু’টি কারখানা আছে মহীশূর এবং হায়দরাবাদে। দু’টি কারখানায় মাসে মোট ৪০০০০ স্মার্ট মিটার তৈরির ক্ষমতা আছে। মদন মোহন জানান, ৯ লক্ষ বর্গফুট জুড়ে তৈরি কলকাতার কারখানাটি অন্য দুটি কারখানা থেকে আয়তনে বড় হবে। সেক্ষেত্রে এখানে দৈনিক ১০০০ মিটার তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই স্মার্ট মিটার জল, গ্যাস ও বিদ্যুতের জন্য ব্যবহার করা যাবে। শীঘ্রই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। কলকাতার কারখানা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরে স্মার্ট মিটার পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসক্রাইমেকোর।

পাশাপাশি, আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের সেক্টর ফাইভের প্রথম ক্যাম্পাসটি নতুন করে তৈরি হচ্ছে। কগনিজ্যাজ্যান্টের কলকাতার অপারেশন হেড সাজিদ হুসেন জানান, কোভিডের সময় থেকে সেক্টর ফাইভে সংস্থার প্রথম অফিসটি বন্ধ। সেটিই নতুন করে তৈরি করার পরে খোলা হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে কমপক্ষে ২০০০ কর্মসংস্থান (Employment) হবে। সাজিদের কথায়, এ রাজ্যের মতো মেধা সম্পন্ন কর্মী অন্য কোথাও পাওয়া মুশকিল। সেই কারণেই নতুন করে অফিস চালু করার সিদ্ধান্ত।







Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version