Saturday, November 1, 2025

বাংলার পথে নারী-বান্ধব হওয়ার চেষ্টা! মহারাষ্ট্রে জোর টক্করে কংগ্রেস-বিজেপি

Date:

সমাজের উন্নয়নে নারীর উন্নয়ন যে সবথেকে বড় ভূমিকা নিয়ে থাকে তা দেখিয়েছিল বাংলা। এবার সেই পথে একাধিক রাজ্যে মহিলাদের জন্য উন্নয়নমুখী প্রকল্প নিতে বাধ্য হয়েছে ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যগুলি। মহারাষ্ট্রেও নির্বাচনের (Maharashtra Assembly Election) আগে রাতারাতি মহিলাদের জন্য মাসিক ভাতা দেড় হাজার টাকা চালু করেছিল শিণ্ডে সরকার। বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহারে দেখা গেল বিজেপির সহযোগীরা সেই পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিজেপি ও সহযোগীদের টেক্কা দিয়েছে কংগ্রেসের ইস্তাহার (manifesto)। সেখানে আরও বাড়ল ভাতার অঙ্ক। তবে কংগ্রেস শুধুমাত্র ভাতা দিয়েই উন্নয়নের কথা বলেনি। তাদের ইস্তাহারে বিভিন্ন পেশায় নিযুক্ত মহিলাদের জন্যও রাখা হয়েছে প্রতিশ্রুতি।

নির্বাচনের দশদিন আগে ইস্তাহার প্রকাশের হিড়িক শাসক-বিরোধী দুপক্ষের। একদিকে বিজেপি যখন বেকারত্ব ইস্যুতে নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনায়, তখন মহিলাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে তাদের ইস্তাহারে। যদিও নির্বাচন ঘোষণার আগেই লড়কি বেহনা যোজনা (Ladki Behna Yojana) প্রকাশ করে মহিলা ভোট টানার কাজ পথ তৈরি করে রেখেছিল শিণ্ডে সরকার। এবার ইস্তাহারে সেই টাকার অঙ্ক দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহিলা ক্ষমতায়নে বিজেপি জোটের থেকে অবশ্য গুরুত্ব অনেক বেশি দিয়েছে কংগ্রেস জোট। তাদের ইস্তাহারে শুধুই ভাতার কথা নেই। সমাজের সব ধরনের মহিলাদের জন্য প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সেখানে মাসিক তিন হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতি বছর ছয়টি সিলিন্ডার (gas cylinder) ভর্তুকিতে ৫০০ টাকায় দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সেই সঙ্গে বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে ইস্তাহারে রেখেছে কংগ্রেস (Congress)। আবার নারী নিরাপত্তায় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহিলাদের পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রতি বিজেপি জোটের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। একদিকে বেকার যুবকদের ভাতার প্রতিশ্রুতি যেমন দেওয়া হয়েছে। তেমনই শিক্ষাক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রতিশ্রুতি ইস্তাহারে রয়েছে।

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version