উৎসবের মরশুম শেষে শহর সাফাইয়ে তৎপর কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। উৎসবের সময়ে শহরে যে অতিরিক্ত বিজ্ঞাপনী হোর্ডিং (hoarding) লাগানো হয়েছিল তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হল পুরসভার তরফে।

পুরসভার জারি করা নির্দেশিকায় বলা হল শহরের যে সব এলাকায় অস্থায়ী বিজ্ঞাপনী হোর্ডিং (advertisement hoarding) লাগানো হয়েছিল তা আগামী শুক্রবারের মধ্যে সরিয়ে ফেলতে হবে। শহরের সমস্ত রাস্তা, পার্ক, বাগান, হকার এলাকা সহ সব অস্থায়ী বিজ্ঞাপন সরিয়ে ফেলার পাশাপাশি বিজ্ঞাপন থেকে টাকা নিয়ম অনুযায়ী আদায় করারও নির্দেশ দেওয়া হয়েছে।