Friday, November 7, 2025

অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমায় সমস্যা: নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের

Date:

সোমবারের মধ্যে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে পড়ার কথা সরকারি নির্দেশ অনুসারে। তবে তার কয়েকদিন আগে থেকেই সমস্যায় জেরবার রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। ট্যাবের (tab) টাকা একাধিক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।

রবিবারও বনগাঁ, মালদহের একাধিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ক্ষেত্রেই পুলিশের দ্বারস্থ হয়। তবে এর আগে এই ধরনের যে ঘটনা ঘটেছিল তাতে অ্যাকাউন্ট হ্যাক (hack) করার তথ্য উঠে এসেছিল। সেই সময়ই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুলে একই ধরনের ঘটনায় তড়িঘড়ি সমাধানের পথে বৈঠক ডাকলেন মুখ্যসচিব (Chief Secretary)। শিক্ষা দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারা উপস্থিত থাকবেন এই বৈঠকে।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পান। এক্ষেত্রে দেখা যাচ্ছিল সেই টাকা পডু়য়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। স্কুল কর্তৃপক্ষগুলি এই বিষয়টি নজর করার পরই পুলিশ ও রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অ‌্যাকাউন্টে অবিলম্বে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে সোমবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি (DG, Police) সহ শিক্ষা দফতরের অধিকর্তা। থাকবেন একাধিক জেলার জেলাশাসকরাও।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version