Saturday, May 3, 2025

সোশ্যাল মিডিয়ায় চন্দ্রবাবুদের ছবি পোস্ট, এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে

Date:

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে পড়লেন চিত্র পরিচালক রামগোপাল ভার্মা (Ramgopal Verma)। বরাবরই চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক রামগোপাল। সম্প্রতি তিনি অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার আপত্তিকর পোস্ট করেন। শুধু চন্দ্রবাবু নন, তিনি মুখ্যমন্ত্রীর পুত্র, পুত্রবধু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ। এরপরই অন্ধ্রপ্রদেশ পুলিশ পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের সিদ্ধান্ত নেয়। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে (IT Act) অভিযোগ দায়ের হয়। টিডিপি (TDP) নেতা রামালিঙ্গম অভিযোগ দায়ের করেন।সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাঁদের পরিবারের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ।

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পরিবারের সদস্যদের এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট (social media post) করার অভিযোগে রবিবার রামগোপাল ভার্মার (Ramgopal Verma) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে আমরা তদন্ত শুরু করেছি। পরিচালক ভার্মা ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এজন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে পাল্টা অভিযোগ‌। রামগোপাল, পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক ভার্মা এর আগে ‘লক্ষ্মীর এনটিআর’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। সেখানে ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়।এই সিনেমায় চন্দ্রবাবু নাইডুকে দেখানো হয় ‘খলনায়কের’ ভূমিকায়।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version