Tuesday, December 16, 2025

সোশ্যাল মিডিয়ায় চন্দ্রবাবুদের ছবি পোস্ট, এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে

Date:

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে পড়লেন চিত্র পরিচালক রামগোপাল ভার্মা (Ramgopal Verma)। বরাবরই চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক রামগোপাল। সম্প্রতি তিনি অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার আপত্তিকর পোস্ট করেন। শুধু চন্দ্রবাবু নন, তিনি মুখ্যমন্ত্রীর পুত্র, পুত্রবধু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ। এরপরই অন্ধ্রপ্রদেশ পুলিশ পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের সিদ্ধান্ত নেয়। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে (IT Act) অভিযোগ দায়ের হয়। টিডিপি (TDP) নেতা রামালিঙ্গম অভিযোগ দায়ের করেন।সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাঁদের পরিবারের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ।

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পরিবারের সদস্যদের এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট (social media post) করার অভিযোগে রবিবার রামগোপাল ভার্মার (Ramgopal Verma) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে আমরা তদন্ত শুরু করেছি। পরিচালক ভার্মা ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এজন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে পাল্টা অভিযোগ‌। রামগোপাল, পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক ভার্মা এর আগে ‘লক্ষ্মীর এনটিআর’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। সেখানে ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়।এই সিনেমায় চন্দ্রবাবু নাইডুকে দেখানো হয় ‘খলনায়কের’ ভূমিকায়।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version