বিক্ষোভের ভয়, প্রতিবাদের চাপে তিন শহরে সফর স্থগিত ওয়াকফ সংশোধনী কমিটির!

রীতিমতো মতো ঘাবড়ে গেল বিজেপি। প্রতিবাদ আর বিক্ষোভের ভয়ে ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ কমিটি বা জেপিসির কলকাতা-সহ তিন শহরে পিছিয়ে গেল সফর। আরও ভালভাবে বললে, তৃণমূলের প্রতিবাদে সফর স্থগিত রাখতে বাধ্য হল মোদি সরকার। কথা ছিল ১২ থেকে ১৪ নভেম্বর কলকাতা, পাটনা, আর লখনউ সফর করবে জেপিসি। কিন্তু যৌথ কমিটির চেয়ারপার্সনকে চিঠি দিয়ে সফর স্থগিত রাখার কথা জানিয়ে দিয়েছেন লোকসভার সচিবালয়ের যুগ্মসচিব।

লক্ষ্যণীয় জেপিসির কার্যকলাপ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। সরব হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই জেরে জেপিসির এই সফর বয়কটের সিদ্ধান্ত নেয় তৃণমূল-সহ বিরোধী জোট ইন্ডিয়ার দলগুলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানালেন, তাদের চাপেই সফর বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্র। এটা অভূতপূর্ব ঘটনা। অতীতে কোনও জেপিসিকে এভাবে সফর বাতিল করতে হয়নি। কল্যাণের অভিযোগ, জেপিসি চেয়ারপার্সন জগদম্বিকা পাল গণতান্ত্রিক ব্যবস্থাকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।