Friday, January 9, 2026

চূড়ান্ত প্রস্তুতি সারা, বুধে প্রথম দফার নির্বাচন ঝাড়খণ্ডে

Date:

Share post:

রাত পোহালেই নির্বাচন প্রতিবেশী ঝাড়খণ্ডে (Jharkhand)। বিজেপির পক্ষপাতিত্বের রাজনীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জেলে ভরার পরেও লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডে মাথা তুলে দাঁড়াতে পারেনি বিজেপি ও তার সহযোগী দল। তারপরেই দল ভাঙানোর খেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে (Champai Soren) দলে টেনেছে বিজেপি। তারপরেও বিজেপি ও জনবিরোধী শক্তিগুলি আদতে ঝাড়খণ্ডের মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারবে তার পরীক্ষা শুরু বুধবার। ঝাড়খণ্ডের ৮১ বিধানসভা কেন্দ্রে এবার দুই দফার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

প্রথম দফার নির্বাচনে (first phase election) ঝাড়খণ্ডে অংশ নেবেন ৪৩ বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এই সব কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্য়া ৬৮৫ জন। এর মধ্যে গুরত্বপূর্ণ কেন্দ্র রাজধানী রাঁচি (Ranchi) ও তার লাগোয়া হাতিয়া, কাঁকে কেন্দ্র। সেই সঙ্গে বুধবারই নির্বাচন হবে সরাইকেল্লা কেন্দ্রে, যেখান থেকে প্রার্থী সদ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে I.N.D.I.A. জোটের তেমন গুরুত্বপূর্ণ প্রার্থী প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবারেই সব কেন্দ্রে পৌঁছে যান ভোটকর্মীরা। তবে এরই মধ্যে ফের বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগ জারি রেখেছে বিজেপির কেন্দ্র সরকার। মঙ্গলবারও রাঁচি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) পক্ষ থেকে দাবি করা হয় বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত টাকা লেনদেন মামলায় তদন্ত চালাতে এই তল্লাশি চালানো হয়েছে। যদিও প্রতিবেশী রাজ্যের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অনুপ্রবেশ ইস্যুকে উস্কে দেওয়ার বিরোধিতা করে তৃণমূলও। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি, যে স্বরাষ্ট্রমন্ত্রীর হাঁকডাক করে যান, অনুপ্রবেশ তো তাঁরই দফতরের দায়িত্ব।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...