Monday, May 5, 2025

কোথায় মহিলা নিরাপত্তা? তথ্য তুলে ধরে কেন্দ্রকে তুলোধোনা কাকলির

Date:

মহিলাদের নিরাপত্তা নিয়ে মুখেই বড় বড় কথা বলে মোদি সরকার৷ কাজে অষ্টরম্ভা৷ দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজের কাজ কিছুই করা হচ্ছে না৷ কেন বিজেপি শাসিত রাজ্যে প্রতি ঘন্টায় নির্যাতনের শিকার হচ্ছেন আট থেকে আশি, বিভিন্ন বয়সের মহিলারা? এই বিষয় নিয়ে কি করছে অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক?

মঙ্গলবার স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ এই প্রসঙ্গে মোদি সরকারের নীতিহীনতার পর্দফাঁস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ সরকারি আমলাদের তুলোধোনা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ সূত্রের দাবি, স্থায়ী কমিটির সদস্যদের সামনে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রেজেন্টেশন দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও তাঁর অধীনস্থ আমলারা৷ সেই সময়েই ৬৯ পাতার প্রেজেন্টেশন পুস্তিকায় মহিলা নিরাপত্তা নিয়ে উল্লিখিত ৫ পাতার প্রেজেন্টেশন চেপে যাওয়া হয়৷ এটাই ধরে ফেলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ বৈঠকের মাঝেই চিত্‍কার করে মহিলা নিরাপত্তা নিয়ে প্রেজেন্টেশনের দাবি জানান তিনি৷

কাকলির দাবির সূত্রেই এক জোট হয়ে মোদি সরকারের আচরণের তীব্র নিন্দা করেন কমিটির সদস্য বিরোধী সাংসদরা৷ সময়ের অভাবের কারণ দেখিয়ে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় আমলারা৷ তখন ফের সোচ্চার হন কাকলি ঘোষ দস্তিদার৷ কেন কেন্দ্রীয় বাহিনীর শূন্য পদে নিয়োগ হচ্ছে না, কেন বাংলাকে পুলিশ আধুনিকিকরণ খাতে তার বরাদ্দ ৫০০ কোটি টাকা প্রদান করা হচ্ছে না, কেন রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ মোদি সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর তোয়াক্কা করছে না, সরাসরি তোপ দাগেন কাকলি ঘোষ দস্তিদার৷ মণিপুরের মত একটি গুরুত্বপূর্ণ রাজ্য এক বছরের বেশি সময় ধরে জ্বলছে, তারপরেও মোদি সরকার কেন কোনও ব্যবস্থা নেয়নি? প্রশ্ন তোলেন তিনি৷ তৃণমূল সাংসদের তোপের মুখে পড়ে হতচকিত হয়ে যান সরকারি আমলারা৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্বরাষ্ট্র সচিব আশ্বাস দেন কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে৷

আরও পড়ুন- বাস-রেষারেষির বলি পড়ুয়া: দুর্ঘটনা রুখতে কড়া নির্দেশে মুখ্যমন্ত্রীর, ১৪ তারিখ বৈঠকের ডাক

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version