Thursday, August 21, 2025

এর আগেও হস্তিশাবকের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার পাহাড় সফরে গিয়ে নামকরণ করলেন ২ স্নো লেপার্ড অর্থাৎ তুষার চিতাবাঘের শাবক ও রেড পান্ডার। বুধবার, দার্জিলিঙে (Darjeeling) সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেখানে চিড়িয়াখানার নতুন ২ অতিথিকে দেখে ভীষণ খুশি হন মমতা। করেন নামকরণ।

পাহাড়ে গেলে প্রায় প্রতিবারই সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার, GTA-র গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তার আগে সকালে দার্জিলিং শহরের বেরিয়ে জনসংযোগ সারেন মমতা (Mamata Banerjee)। স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, দেন চকোলেট। বুধবারও সকাল সকাল ম্যালের দিকে রাস্তা ধরে হাঁটেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কের সামনে থমকে যান। সেখানে দুটি তুষারচিতার শাবক দেখে খুশি হন মমতা। ২ স্নো লেপার্ড অর্থাৎ তুষার চিতাবাঘের শাবকের। একটির নাম ‘ডার্লিং’, অন্যটির নাম ‘চার্মিং’। সঙ্গে ৪টি রেড পান্ডারও নামকরণ করেছেন মমতা।

গত জুলাইয়ে দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে নতুন ৬ অতিথির আগমন হয়। ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে ২টি স্নো লেপার্ড ও চারটি রেড পান্ডা জন্ম নেয়। রাহালা এবং নাকা নামে ২টি তুষারচিতার দুটি শাবক জন্মায়। ওই ২টি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে হয়েছে ১১। আর নতুন চারটি শাবকের জন্মের পর লাল পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। চার রেড পান্ডা শাবকের নাম মুখ্যমন্ত্রী রাখেন পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। দার্জিলিং চিড়িয়াখানায় লাল পান্ডা এবং তুষারচিতার পাশাপাশি হিমালয়ান নেকড়ে, টাকিন, হিমালয়ান নীল ভেড়া, হিমালয়ান থরের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের কৃত্রিম প্রজনন সফল হয়েছে।

এদিন সকালে হাঁটতে বেরিয়ে ম্যালের পাশে একটি মার্কেট কমপ্লেক্সে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। বেশ কিছু জিনিসও কেনেন মমতা। ছোটদের হাতে চকোলেট দেন। চলে জনসংযোগ।

পাহাড় সফরে সোমবার থেকে দার্জিলিঙে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রিচমন্ড হিলে GTA, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। উন্নয়ন ও কর্মসংস্থানে একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সরস মেলার উদ্বোধন করবেন তিনি।







Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version