Tuesday, November 11, 2025

ওয়েনাড় উপ-নির্বাচন: ভোটের মঞ্চে প্রথম পরীক্ষা, বুথে ঘুরলেন প্রিয়াঙ্কা

Date:

প্রথমবার নির্বাচনী পরীক্ষায় প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ওয়েনাড় উপনির্বাচনের (Wayanad by-election) দিন সকাল থেকে নিজেই ঘুরলেন বুথে কংগ্রেস প্রার্থী। একদিকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাওয়ার চ্যালেঞ্জ, সেই সঙ্গে ভাই রাহুল গান্ধীর (Rahul Gandhi) জেতা আসন ধরে রাখাও চ্যালেঞ্জ প্রিয়াঙ্কার হাতে। সকালে থেকে সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের আগ্রহ দেখা যায়। বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়ে ৩৪.৩৮ শতাংশ।

২০১৯ সাল থেকে ওয়েনাড়ের দখল রাহুল গান্ধীর হাতে। নির্বাচনী প্রচারে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রিয়াঙ্কার হয়ে প্রচার চালিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বুধবার প্রিয়াঙ্কার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, প্রিয়াঙ্কা ওয়েনাড় (Wayanad) থেকে জয়ী হলে শুধুই তাঁদের নির্বাচিত প্রতিনিধি হবেন না, তিনি হবেন তাঁদের বোন, মেয়ে, প্রবক্তা। আমার নিশ্চিত ওয়েনাড়ের স্বতঃস্ফূর্ত বিকাশে সে অত্যন্ত উপযোগী হবে।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধে রয়েছেন ১৫ জন প্রার্থী। বামেদের এলডিএফের (LDF) পক্ষে রয়েছেন সথ্যন মোকেরি, এনডিএ-র (NDA) পক্ষে প্রার্থী নভ্যা হরিদাস। বুধবার ১৩৫৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্য়ে লক্কিড়ি, ভৈথিরিতে নির্বাচনী বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। তিনি আশা প্রকাশ করেন, ওয়েনাড়ের মানুষ যেভাবে তাঁকে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেওয়ার জন্য যেন তাঁরা তাঁকে নির্বাচনে জয়ী হতে সাহায্য় করেন। যে বুথে তিনি প্রবেশ করেন এদিন, সেখানেই মহিলাদের ভালোবাসা ও আবেগে ভাসেন প্রিয়াঙ্কা।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version