Monday, August 25, 2025

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন (By Election)। পরাজয় নিশ্চিত জেনে সকাল থেকেই দফায় দফায় অশান্তি পাকানোর চেষ্টায় রাজ্যের প্রধান বিরোধীদল। বিজেপির (BJP) ‘ভুয়ো’ অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনে। এদিন ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরে গেরুয়া প্রার্থী বিমল দাস হাড়োয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ করতেই তা নস্যাৎ করে দিল কমিশন (Election Commission)। ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের (TMC)।

বুধবার উপনির্বাচন শুরু হতেই উত্তেজনা ছড়াল হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাস তৃণমূলের বুথ এজেন্টের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বজায় জড়িয়ে পড়েন। বিমল বলেন দরজার পাশে ইভিএম মেশিন রয়েছে তা ঘুরিয়ে দিতে হবে। তৃণমূলের তরফে বলা হয় নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে, ফলে বিজেপি এতে হস্তক্ষেপ করতে পারে না।। তা সত্ত্বেও পদ্মপ্রার্থী গা জোয়ারি দেখাতে গেলে বাধা দেয় তৃণমূল। সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় পুলিশ (Police)। বিজেপির তরফে নির্বাচন কমিশনের অভিযোগ করা হলে, কমিশন তা খারিজ করে দিয়েছে। EC জানিয়েছে প্রত্যেকটা বুথে ওয়েব কাস্টিং হচ্ছে। তাই কোথাও কোনও সমস্যা হলে তারা নিজেরাই পদক্ষেপ করবেন। এর পাশাপাশি নৈহাটি এবং কদম্বগাছি এলাকাতেও বিরোধীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন বলে খবর মিলেছে। কমিশন বলছে, ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর (CRPF) পাশাপাশি এই উপনির্বাচনে কুইক রেসপন্স টিম অত্যন্ত তৎপর। সিতাই (Sitai) ও নৈহাটি কেন্দ্রে ৫৮টি, মাদারিহাটে ৮৪টি, মেদিনীপুর ও তালডাংরায় যথাক্রমে ৭০ ও ৯০টি করে QRT রয়েছে। আপাতত ভোট শান্তিপূর্ণ, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version