প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডসের মোড়ে জনবহুল এলাকায় বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে আগুনের উৎস বোঝা না গেলেও বাজারের ভিতরে আগুন লাগার অনুমান করা হয়। পাশের ঝুপড়িতে দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। আগুন নেভাতে প্রথমে দুটি দমকলের ইঞ্জিন এলে তাতে কোনও কাজ না হওয়ায় আরও তিনটি ইঞ্জিন পৌঁছায়। শেষ পর্যন্ত ১৬টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
বুধবার দুপুরে লর্ডস মার্কেট এলাকায় হঠাৎই আগুন দেখা যায়। স্থানীয়রা ঘন কালো ধোঁয়া দেখে দমকলে খবর দেন। প্রাথমিকভাবে দুটি দমকলের ইঞ্জিন কাজ করলেও এলাকা ঘিঞ্জি ও ঘন জনবসতিপূর্ণ হওয়ায় তৎপরতা বাড়ায় দমকল। শেষ পর্যন্ত দমকলের ১৬টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান বাজারের আগুন পাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়তেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। ঝুপড়িতে দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস, বিধায়ক দেবাশিস কুমার। আগুনের কারণে গুরুত্বপূর্ণ প্রিন্স আনোয়ার শাহ রোডে যান চলাচল ব্যহত হয়। ঘণ্টাখানেকেরও বেশিক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ফাটায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
