Tuesday, November 4, 2025

মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বিশ্বের শীর্ষে বাংলা: দার্জিলিঙে দাবি মুখ্যমন্ত্রীর

Date:

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলাদের উন্নয়নে নানা প্রকল্প চালু হয়েছে তাঁর আমলে। বুধবার, দার্জিলিংয়ে (Dejeeling) সরস মেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বিশ্বের মধ্যে শীর্ষে বাংলা।

পাহাড় সফরে সোমবার থেকে দার্জিলিঙে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রিচমন্ড হিলে GTA, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। বুধবার, সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে বাংলা স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে নেই। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বরে।”

মমতা জানান, বাংলায় স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে সরকার। ইতিমধ্যে জিটিএ এলাকায় ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। ৫০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, মহিলারা শুধু বাড়িতে রান্না করবে না, তাঁরা হস্তশিল্পের কাজ করেন। নিজেদের স্বনির্ভরও করতে সক্ষম তাঁরা। সেজন্যই এই স্বনির্ভর গোষ্ঠী গঠন।

এদিন দুপুরে দার্জিলিঙে সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, জিটিএ প্রধান অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেবরা উপস্থিত ছিলেন। টানা ১০ দিন ধরে চলবে এই মেলা।







Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version