Saturday, May 3, 2025

শিশু দিবসে দার্জিলিং-এ খুদেদের হাতে চকোলেট-উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Date:

শিশু দিবসের সকালে দার্জিলিং-এ কচিকাঁচাদের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দার্জিলিং-এ (Darjeeling) চেনা ছন্দে দেখা গেল তাঁকে। সোমবার থেকে পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকে প্রতিদিন সকালে হাঁটতে বেরিয়ে আট থেকে আশির সঙ্গে কথা বলছেন, তাঁদের আবদার মেনে তুলছেন সেলফি-ফোটো। এদিন শিশুদিবস। সেই উপলক্ষ্যে ছোটদের হাতে চকোলেটের বাক্স, খেলনা তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

পাহাড়ে গেলে প্রায় প্রতিবারই সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার, GTA-র গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তার আগে সকালে দার্জিলিং শহরের বেরিয়ে জনসংযোগ সারেন মমতা। স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, দেন চকোলেট। বুধবারও সকাল সকাল ম্যালের দিকে রাস্তা ধরে হাঁটেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কের দুটি তুষারচিতার শাবক ও ৪টি রেড পান্ডারও নামকরণ করেন। ম্যালের পাশে একটি মার্কেট কমপ্লেক্সে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে দার্জিলিং শহরের রাস্তায় পথচলতি শিশুদের চকোলেটের বাক্স দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ছিল খেলনাও৷ ম্যালে গিটার বাজিয়ে গান করছিল কয়েকজনে স্কুল পড়ুয়া। দাঁড়িয়ে তাদের গান শোনেন, উৎসাহ দেন মুখ্যমন্ত্রী। কয়েকজন পর্যটকদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন৷ সকালে হাঁটতে বেরিয়ে তাঁকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমে যায়। কুশল বিনিময় করে জনসংযোগ সারেন তৃণমূল সুপ্রিমো।







Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version