Monday, August 25, 2025

মায়ের শ্রাদ্ধ করার সামর্থ্য নেই! বড়ঞার দরিদ্র পুরোহিতকে অর্থ সাহায্য অভিষেকের

Date:

ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য, হাসপাতালে OT তৈরির খরচের পরে এবার দরিদ্র পুরোহিতের পরিবার পেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) থেকে আর্থিক সাহায্য। মায়ের শ্রাদ্ধ করার সামর্থ্য নেই। পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে ‘এক ডাকে অভিষেক’-এর দ্বারস্থ হন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার পেটারি গ্ৰামের পুরোহিত অলোক আচার্য। স্থানীয় তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে তাঁর কাছে ১০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপ্লুত আচার্য পরিবার।

‘এক ডাকে অভিষেক’-এর তরফে এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে জানানো হয়,
“‘এক ডাকে অভিষেক‘ যত্ন ও সহায়তা প্রদান অব্যাহত রেখেছে!
আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের বাসিন্দা অলোক আচার্যকে স্থানীয় নেতা মাহে আলমের মাধ্যমে ১০০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাঁকে তাঁর মায়ের শেষকৃত্যের সহায়তা করতে এই টাকা দেওয়া হয়েছে।”

বড়ঞার পেটারি গ্ৰামের পুরোহিত অলোক আচার্যের মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ৮ দিন আগে তাঁর মৃত্যু হয়। পুজো করে কোনও মতে সংসার চলান অলোক। মায়ের শ্রাদ্ধের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। এই পরিস্থিতিতে ‘এক ডাকে অভিষেকে’র নম্বরে ফোন করেন দরিদ্র পুরোহিত। বিফল হননি তিনি। বাড়ি গিয়ে তাঁর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

আরও খবর: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে অপারেশন, মুগ্ধ হুগলির স্কুল পড়ুয়ার পরিবার

শ্রাদ্ধের দুদিন আগেই আচার্য বাড়িতে উপস্থিত হন স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ ১০ হাজার টাকা মাতৃহারা অলোকের হাতে তুলে দেন বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম। সাহায্য় পেয়ে আপ্লুত আচার্য পরিবার। বলেন, “এমন সময় এই সাহায্য পেয়ে মায়ের শেষকৃত্যে অনেকটাই সুবিধা হবে।” নিজের পাকা বাসস্থানের জন্যেই অভিষেকের (Abhishek Banerjee) কাছে আর্জি জানান দরিদ্র পুরোহিত।







Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version