Monday, May 5, 2025

বারাসত মেডিক্যাল কলেজের ভ্যাটে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

বৃহস্পতির সকালে সরকারি হাসপাতালের আবর্জনাস্তূপে দেহাংশ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসত মেডিক্যাল কলেজের (Barasat Medical College Hospital) সাফাই কর্মীরা ভ্যাট পরিষ্কার করতে গিয়ে মানুষের মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশের টুকরো ছড়িয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। হাসপাতাল পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, তা সত্ত্বেও কী ভাবে মৃতদেহের খণ্ডাংশ ভ্যাটে (parts of body found in vat) এল তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

সূত্রের দাবি, হাত-পায়ের টুকরোর পাশাপাশি চোখের খণ্ডাংশও উদ্ধার হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালকে (Suhrita Paul) গোটা বিষয়টি জানানো হয়েছে। হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল (Nitai Mondal) বলেন, “প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানিয়েছি।” এই ঘটনার জেরে রোগী এবং তাঁদের আত্মীয়দের মনেও আতঙ্ক ছড়িয়েছে। বারাসত হাসপাতালের (Barasat Medical College) গেট সারারাত খোলা থাকার কারণে যে কেউ অবাধে যাতায়াত করতে পারেন। সিসিটিভি ফুটেজ চেক করে সবটা খতিয়ে দেখা হচ্ছে।যদিও সাফাই বিভাগের সুপারভাইজার জানিয়েছেন, মেডিক্যাল ছাত্র ছাত্রীদের প্র্যাকটিক্যাল ক্লাসে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই মৃতদেহ আনা হয়েছিল। এটি কোনও বেওয়ারিশ লাশ নয়।

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version