Thursday, August 21, 2025

ট্যাবের টাকা গায়েবের সংখ্যা কত? রিপোর্ট তলব মুখ্যসচিবের, তদন্তে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ

Date:

সাড়ে তিনশো থেকে একলাফে পাঁচশো, ট্যাবের টাকা না পাওয়া পড়ুয়াদের সংখ্যাটা বেড়েই চলেছে। এবার সঠিক তালিকা চেয়ে পাঠালো নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। পাশাপাশি শিক্ষা পোর্টালে কীভাবে তথ্য আপলোড করা হয় সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের (Department of school education) থেকে চেয়ে পাঠিয়েছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা (Information Technology analyst)। ইতিমধ্যেই রাজ্যের ১৮ লক্ষ পড়ুয়ার ডেটা সংগ্রহ শুরু হয়েছে।

সরকারি প্রকল্পের টাকা নিয়ে কোনও রকমের বেনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মডেল অনুসরণ করতে হবে। ট্যাব সংক্রান্ত বিষয়ে সোমবার নবান্নে মুখ্যসচিব একটি বিশেষ বৈঠক করেন। সেখানেই তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন, প্রত্যেক প্রকল্পের অর্থ দেওয়ার উপর রাজ্য সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তাই সেই প্রক্রিয়ায় কোনও রকমের বেনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। আগামিতে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন তিনি। যে সমস্ত স্কুলের পড়ুয়াদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি সেখানকার স্কুল কর্তৃপক্ষের দাবি শিক্ষা পোর্টালের সার্ভার জনিত সমস্যা থাকার কারণে অনেক ক্ষেত্রেই তথ্য আপডেট করতে সমস্যা হয়েছে। ইতিমধ্যেই টাকা না পাওয়া পড়ুয়াদের সংখ্যা পাঁচশতে পৌঁছেছে। নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ডেটা ধরে ধরে শিক্ষা পোর্টালের সার্ভার পরীক্ষা করতে শুরু করেছেন বলে খবর।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version