Thursday, November 13, 2025

বারাসত মেডিক্যাল কলেজের ভ্যাটে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

বৃহস্পতির সকালে সরকারি হাসপাতালের আবর্জনাস্তূপে দেহাংশ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসত মেডিক্যাল কলেজের (Barasat Medical College Hospital) সাফাই কর্মীরা ভ্যাট পরিষ্কার করতে গিয়ে মানুষের মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশের টুকরো ছড়িয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। হাসপাতাল পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, তা সত্ত্বেও কী ভাবে মৃতদেহের খণ্ডাংশ ভ্যাটে (parts of body found in vat) এল তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

সূত্রের দাবি, হাত-পায়ের টুকরোর পাশাপাশি চোখের খণ্ডাংশও উদ্ধার হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালকে (Suhrita Paul) গোটা বিষয়টি জানানো হয়েছে। হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল (Nitai Mondal) বলেন, “প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানিয়েছি।” এই ঘটনার জেরে রোগী এবং তাঁদের আত্মীয়দের মনেও আতঙ্ক ছড়িয়েছে। বারাসত হাসপাতালের (Barasat Medical College) গেট সারারাত খোলা থাকার কারণে যে কেউ অবাধে যাতায়াত করতে পারেন। সিসিটিভি ফুটেজ চেক করে সবটা খতিয়ে দেখা হচ্ছে।যদিও সাফাই বিভাগের সুপারভাইজার জানিয়েছেন, মেডিক্যাল ছাত্র ছাত্রীদের প্র্যাকটিক্যাল ক্লাসে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই মৃতদেহ আনা হয়েছিল। এটি কোনও বেওয়ারিশ লাশ নয়।

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version