Wednesday, May 21, 2025

মোদিরাজ্যে অ.মানবিকতা! সরকারি প্রকল্পের টাকার লোভে ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি, মৃ.ত ২

Date:

ভয়ঙ্কর ঘটনা গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে। সরকারি প্রকল্পের টাকা আত্মস্যাৎ করতে নৃশংস আচরণ করলেন চিকিৎসক ও হাসপাতাল। সূত্রের খবর, গ্রামের সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে, রীতিমত জোর করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয় হাসপাতালে। কিন্তু এবার অস্ত্রোপচারের পরে ২ রোগীর মৃত্যু হয়। ৫ জন আইসিইউ-তে ভর্তি। স্বাভাবিকভাবেই এমন এক নির্মম ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল ভাঙচুর করা হয়। ঘটনা প্রকাশ্যে আসার পরেই পলাতক অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের মালিক।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাওয়ার জন্য একপ্রকার জোর করে রোগীদের অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ১০ নভেম্বর ওই হাসপাতালের তরফে মহসেনা জেলার কাদির বোরিসানা গ্রামে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখান থেকে ১৯ জনকে বেশ কয়েকটি অন্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে বলা হয়, বিনামূল্যেই যাবতীয় চিকিৎসা করানো হবে। হাসপাতালে এনে ১৯ জনের অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয় ৭ জনের। অস্ত্রোপচারের পরই মৃত্যু হয় ২ রোগীর। আইসিইউ-তে ভর্তি ৫ জন। ডাঃ প্রশান্ত ভাজিরানি নামের এক চিকিৎসক অ্যাঞ্জিওপ্লাস্টি করেছিলেন বলে খবর।

মৃতদের পরিবারের তরফে অভিযোগ জানানো হয়, স্টেন্ট বসানোর পরেই তাদের মৃত্যু হয়েছে। কোনও সমস্যা না থাকা সত্ত্বেও অস্ত্রোপচার করানো হয়েছে। শুধু তাই নয়, হাসপাতাল থেকে প্রথমে মৃত্যুর খবরও দেওয়া হয়নি। পরে জানতে পেরে গ্রামের মানুষরা হাসপাতালে ভাঙচুর চালায়। তারপর থেকেই ওই চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তারা পালিয়ে যায়। অভিযোগ পেয়ে স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ ভাবিন সোলাঙ্কি, স্থায়ী কমিটির চেয়ারম্যান দেবাং দানি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল হাসপাতালে যান। হাসপাতালে সেই সময় কোনও চিকিৎসকই উপস্থিত ছিলেন না। হাসপাতালের আইসিইউতে মাত্র একজন চিকিৎসক উপস্থিত ছিলেন। ২ বছর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে একই কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসে। ফের একবার মোদীরাজ্যে এমন ঘটনার নিন্দায় সরব বিরোধীরা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে অপারেশন, মুগ্ধ হুগলির স্কুল পড়ুয়ার পরিবার

Related articles

ভেজাল ওষুধের তালিকা টাঙাতে হবে দোকানে: নির্দেশ মুখ্যমন্ত্রীর, সতর্ক থাকতে বললেন আধিকারিকদেরও

ভেজাল ওষুধ কোনও ভাবেই যেন রাজ্যে ব্যবহার না হয়। বুধবার, উত্তরকন্যার প্রশাসনিক সভায় এই বিষয়ে সতর্ক করলেন বাংলার...

পথ চলতি তরুণীকে ধর্ষণের চেষ্টা কলকাতায়! তালতলার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভরসন্ধ্যায় মহানগরীর বুকে পথ চলতি এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে তালতলা থানার (Taltala Police...

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)।...

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...
Exit mobile version