Monday, November 10, 2025

শান্তিনিকেতনে ফিরছে ঐতিহ্যের পৌষমেলা! বড় ঘোষণা বিশ্বভারতীর

Date:

পাঁচ বছর পর ফিরছে বাঙালির চেনা ঐতিহ্য। বাউলের মেঠো সুরে রবি প্রিয় শান্তিনিকেতনেই (Shantiniketan) এবার পৌষমেলার (Poush Mela) আসর বসতে চলেছে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Vishva Bharati University) রুদ্ধদ্বার বৈঠকের পর জনসংযোগ আধিকারিক জানান যে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষমেলা হতে চলেছে। পাঁচ বছর পর সেই চেনা দৃশ্য ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বসিত আশ্রমিক থেকে শুরু করে শান্তিনিকেতনের বাসিন্দারা।

বাঙালিয়ানার অন্যতম অঙ্গ কবিগুরুর ভালবাসার শান্তিনিকেতনে আয়োজিত পৌষমেলা। বিগত কয়েক বছরে মেলা হয়েছে ঠিকই কিন্তু, পরিচিত সেই ছবিটা অনেকটাই বদলে গেছিল, যা নিয়ে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। করোনার সময় (Covid period) থেকেই লাল মাটির দেশের পৌষমেলায় একটা মিশ্র সংস্কৃতির প্রভাব মিশতে শুরু করেছিল। ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে পূর্বপল্লিতে আয়োজিত পৌষমেলায় বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের অংশগ্রহণ ছিল না। তবে ২০২৫-এ ঐতিহ্যবাহী পৌষমেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরেই। বোলপুরের ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্পী উন্নয়ন সমিতি এই পূর্বপল্লির মাঠে মেলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিল।বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, “মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী আগামী ৭ পৌষ পূর্বপল্লির মাঠেই মেলার আয়োজন হবে।” খুব তাড়াতাড়ি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে আলাদা বৈঠক করে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version