Saturday, November 8, 2025

শান্তিনিকেতনে ফিরছে ঐতিহ্যের পৌষমেলা! বড় ঘোষণা বিশ্বভারতীর

Date:

পাঁচ বছর পর ফিরছে বাঙালির চেনা ঐতিহ্য। বাউলের মেঠো সুরে রবি প্রিয় শান্তিনিকেতনেই (Shantiniketan) এবার পৌষমেলার (Poush Mela) আসর বসতে চলেছে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Vishva Bharati University) রুদ্ধদ্বার বৈঠকের পর জনসংযোগ আধিকারিক জানান যে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষমেলা হতে চলেছে। পাঁচ বছর পর সেই চেনা দৃশ্য ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বসিত আশ্রমিক থেকে শুরু করে শান্তিনিকেতনের বাসিন্দারা।

বাঙালিয়ানার অন্যতম অঙ্গ কবিগুরুর ভালবাসার শান্তিনিকেতনে আয়োজিত পৌষমেলা। বিগত কয়েক বছরে মেলা হয়েছে ঠিকই কিন্তু, পরিচিত সেই ছবিটা অনেকটাই বদলে গেছিল, যা নিয়ে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। করোনার সময় (Covid period) থেকেই লাল মাটির দেশের পৌষমেলায় একটা মিশ্র সংস্কৃতির প্রভাব মিশতে শুরু করেছিল। ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে পূর্বপল্লিতে আয়োজিত পৌষমেলায় বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের অংশগ্রহণ ছিল না। তবে ২০২৫-এ ঐতিহ্যবাহী পৌষমেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরেই। বোলপুরের ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্পী উন্নয়ন সমিতি এই পূর্বপল্লির মাঠে মেলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিল।বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, “মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী আগামী ৭ পৌষ পূর্বপল্লির মাঠেই মেলার আয়োজন হবে।” খুব তাড়াতাড়ি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে আলাদা বৈঠক করে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version