আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে হিন্দুধর্ম শ্রেষ্ঠ ধর্ম! গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি গীতা উপহার দিয়েছিলেন। এবার মোদি ঘনিষ্ঠ আমেরিকার কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা নিয়োগ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট।তুলসী নাম দেখে অনেকে তাঁকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ ভেবে ভুল করেন। কিন্তু তাঁর সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই।
আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে বেশ জনপ্রিয়। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন। ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।