শিল্পকে বরাবর উৎসাহ জুগিয়েছে বর্তমান রাজ্য সরকার। পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিবারের মত তাই এবারেও আয়োজন করা হয়েছিল রাজ্য কলা উৎসবের। পড়ুয়াদের শিল্প প্রতিভার বিকাশে অনন্য উদ্যোগ রাজ্যের। এদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার, উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সহ বিশিষ্ট জনেরা।

দু’দিনের উৎসবের বর্ণাঢ্য সূচনা হল বৃহস্পতিবার। কলা উৎসব-২০২৪ এ সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন বিভাগ ও বিষয়ে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রথমে জেলা স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্তর পেরিয়ে রাজ্য স্তর প্রতিযোগিতা এদিন সল্টলেকের ইজেডসিসিতে শুরু হল। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত রাজ্য বিদ্যালয় শিক্ষা বিভাগ পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে এই উৎসবের আয়োজন করেছে। রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের শৈল্পিক প্রতিভা, ভাবনাকে প্রদর্শন করা। স্কুলে, রাজ্যে বিভিন্ন স্তরে নিজেদের শিল্প ভাবনাকে প্রদর্শন করা। এই উৎসব সৃজনশীল ভাবনাকে উদযাপন করার জন্য একটি প্লাটফর্ম প্রদান করে। সৃজনশীল বিস্তৃতি দেখায়। কেউ যদি পড়াশুনায় ভালো না হয়েও ভালো লেখে, নাচে, গান গায় তাহলে সেটাও কাজে দেয়।

মন্ত্রীর কথায়, ছাত্রছাত্রীদের শিল্পকলার বিকাশে এই উৎসবের জুড়ি মেলা ভার। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে শিল্পকলাতেও প্রতিভার বিকাশ ঘটাতে পারে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরকার এই উৎসবের আয়োজন করেছে।

আরও পড়ুন- আরজি করে বিপত্তি! ভাঙল সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং
