Friday, August 22, 2025

জঙ্গলমহলের ক্রীড়াবিদরাই অলিম্পিক্সে সোনা জিতবে: আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর, ছৌ শিল্পীদের বিশেষ পরামর্শ

Date:

জঙ্গলমহলের ক্রীড়াবিদরাই আগামী দিনে অলিম্পিক্সে (Olympics) সোনা জয় করবে। শুক্রবার আদিবাসী ভবনে বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে ছৌ শিল্পীদের জিমন্যাস্টিকে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন মমতা।

এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী নির্দেশে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।” মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের খুদে খেলোয়াড়রা। তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। তোমাদের হাত ধরেই সোনা আসবে। এ বিশ্বাস আমার আছে।”

একই সঙ্গে ছৌ শিল্পীদের প্রতিভাকে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা ছৌ নাচ করে তারা ভাল জাম্প দিতে পারে। এদের জিমন্যাস্টিকের ট্রেনিং দিলে এরা ভাল করবে। আমি অরূপকে এই বিষয়টা দেখতে বলব।” বিশ্বমঞ্চে সমাদৃত, পুরস্কৃত, সম্মানিত ছৌ নাচ। ছৌ শিল্পীদের জন্য তিনি গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, “এখানে থামলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। এজন্য সরকার উদ্যোগ নেবে।”

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version