আবাসে সততা! অভিষেকের প্রশংসা পৌঁছে গেল গৃহশিক্ষক আনিসুরের ঘরে

আনিসুর একজন সৎ যুবক তার এই সততায় খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে অভ্যর্থনা জানানো হল

সততা ও নিষ্ঠা গৃহশিক্ষককে আদায় করে দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসা। ২০১৮ সালে সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbor) মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান। এরপর যখন ২০২৪ সালে আবাস যোজনার তালিকায় নাম আসে ততদিনে নিজে বাড়ি করে ফেলেছেন তিনি।  তাই আবাস যোজনার (Awas Yojana) তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন। আর এতেই  ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রশংসা পেলেন আনিসুর।

শুক্রবার অভিষেকের প্রতিনিধি দল যায় আনিসুর রহমানের বাড়ি। স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার (Pannalal Halder) ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ আনিসুর রহমানকে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছে দেন।  অভ্যর্থনা ও শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান।

এদিন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার বলেন আনিসুর একজন সৎ যুবক তার এই সততায় খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে অভ্যর্থনা জানানো হল। আনিসুর আপ্লুত হয়ে বলেন, সাংসদ সততার সঙ্গে যেভাবে মানুষের উন্নয়নের কাজ করছে সেখানে যদি আমরা তার লোকসভা কেন্দ্রের মানুষ হয়ে কোন গরীব মানুষের সঙ্গে প্রতারণা করি সেটা সঠিক হবে না সেই কারণে গরিব মানুষ যাঁরা আছেন তাঁরা যেন এই আবাসের ঘর পায়।