Wednesday, November 12, 2025

জঙ্গলমহলের ক্রীড়াবিদরাই অলিম্পিক্সে সোনা জিতবে: আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর, ছৌ শিল্পীদের বিশেষ পরামর্শ

Date:

জঙ্গলমহলের ক্রীড়াবিদরাই আগামী দিনে অলিম্পিক্সে (Olympics) সোনা জয় করবে। শুক্রবার আদিবাসী ভবনে বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে ছৌ শিল্পীদের জিমন্যাস্টিকে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন মমতা।

এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী নির্দেশে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।” মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের খুদে খেলোয়াড়রা। তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। তোমাদের হাত ধরেই সোনা আসবে। এ বিশ্বাস আমার আছে।”

একই সঙ্গে ছৌ শিল্পীদের প্রতিভাকে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা ছৌ নাচ করে তারা ভাল জাম্প দিতে পারে। এদের জিমন্যাস্টিকের ট্রেনিং দিলে এরা ভাল করবে। আমি অরূপকে এই বিষয়টা দেখতে বলব।” বিশ্বমঞ্চে সমাদৃত, পুরস্কৃত, সম্মানিত ছৌ নাচ। ছৌ শিল্পীদের জন্য তিনি গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, “এখানে থামলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। এজন্য সরকার উদ্যোগ নেবে।”

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version