পাহাড় থেকে ফিরে শুক্রবার রাজারহাটে আদিবাসী ভবনে বিরসা মুন্ডা দিবস পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবস। চলতি বছর জেলাগুলিতে সপ্তাহব্যাপী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শুক্রবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ২১ নভেম্বর পর্যন্ত চলবে।


কখনও সিপাহি বিদ্রোহ কখনও মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে আদিবাসী নেতাদের। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে এরকম একটি উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। ঝাড়খণ্ডের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক ছিলেন বীরসা মুন্ডা। এই সংগ্রামকে বরাবর সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই শুরু হয়েছে এই বিশেষ দিনে আদিবাসী সংগ্রামী নেতা বীরসা মুন্ডাকে সম্মান জানানোর দিন।

আরও পড়ুন- ট্যাবের টাকা গায়েবে জামতাড়া গ্যাং! খতিয়ে দেখছে পুলিশ












