Saturday, August 23, 2025

৪৮ বছরে প্রথম বইমেলায় ফোকাল থিম কান্ট্রি ‘জার্মানি’: জানাল পাবলিশার্স গিল্ড

Date:

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই বড়দিন আর তার পরেই বাঙালীর বড় উৎসব বইমেলা। এবারে বইমেলা (Book Fair) শুরু হচ্ছে ২৮ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে এবছরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও বিশিষ্টরা। শুক্রবার, সাংবাদিক বৈঠকে এই কথা জানান বুকসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীবকুমার চট্টোপাধ্যায়। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি ‘জার্মানি’ (Germany)।

জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই ১৯৭৬ প্রথম কলকাতায় শুরু হয় আন্তর্জাতিক বইমেলা (Book Fair)। কিন্তু এত বছরে কোনও বার জার্মানি-কে থিম কান্ট্রি করা হয়নি। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি।

প্রতিবছরের মতো ২০২৫-এর বইমেলায় অংশগ্রহণ করছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। তবে, বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে তারা এবার আসবে কি না তা এখনও ঠিক হয়নি। এ ছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, ওড়িশার প্রকাশনাও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও। এ-ছাড়াও আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ থাকছে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, KLF। ২০২৪-এর বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এবারে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী গিল্ড।









Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version