Saturday, May 3, 2025

বিরসা মুন্ডার ‘দোহাই’ দিয়ে ইতিহাস বদল! বদলে গেল দিল্লির আরেক এলাকার নাম

Date:

ইতিহাস বদলে ফেলাই রীতি নরেন্দ্র মোদির বিজেপির আমলে। দেশের সংস্কৃতি ধরে রাখার নাম করে একের পর এক বদল করা হয়েছে রাস্তা, ভবন থেকে রেল স্টেশন এমনকি শহরের নামও। সেই সঙ্গে সেই সব এলাকার সঙ্গে জুড়ে থাকা ইতিহাসও মুছে ফেলার চেষ্টা বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের। এবার বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবসের অজুহাতে বদলে ফেল হল ঐতিহাসিক সরাই কালে খান চকের (Sarai Kale Khan Chowk) নাম। এই গুরুত্বপূর্ণ এলাকা বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk) নামে ঘোষণা করলেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)।

মুঘল ঐতিহ্য রাখা যাবে না, নাম পরিবর্তন করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব- সংকীর্ণ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন এই নীতির বশবর্তী হয়েই বিগত দশ বছরে নাম বদলের রাজনীতিতে মোদি সরকার৷  বিরোধী শিবির এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে৷ প্রতিবাদে গর্জে উঠেছেন খ্যাতনামা ইতিহাসবিদরাও৷  তারপরেও বদলে গেল মোঘল আমলের সরাই কালে খান চকের নাম। মোঘল আমলে (Mughal Period) গুরুত্বপূর্ণ দরবার থেকে চাঁদনি চকে যাওয়ার পথে যে এলাকায় সরাইখানা ছিল সেখানেই সুফি সন্ত কালে খানের নামে সরাই কালে খান চক পরিচিত হয়। এবার থেকে সেই জায়গার নাম থাকবে বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk)।

দিল্লির গুরুত্বপূর্ণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রেলওয়ে স্টেশন (Nijamuddin Auliya railway station) ও শহরের বাইরের বহু দুরপাল্লার বাসের জন্য তৈরি বাসস্ট্যান্ডের সংযোগ স্থল ছিল এই সরাই কালে খান চক। শুক্রবার তার নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক রাখেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (MAnohar Lal Khattar)৷  তাঁর দাবি, আদিবাসী নেতা বিরসা মুন্ডার নামাঙ্কিত এই চওক এবার গোটা দেশের মানুষকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে৷ এতদিন নাম বদলের পরে বিরোধীদের পক্ষ থেকে যে প্রতিবাদ হয়েছে, বিরসা মুন্ডার নামে এই চকের নাম বদল হওয়ার সেই প্রতিবাদও থামানোর চেষ্টা মোদি সরকারের। আদিবাসী নেতার ১৫০ তম জন্মদিবসে তাঁর নামে নতুন কোনও জায়গার হলে প্রতিবাদেরও অবকাশ থাকবে না, এমনটা ধারণা করেই এবার নাম পরিবর্তনের নতুন তাস বিজেপির।

Related articles

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...
Exit mobile version