Friday, January 2, 2026

মহাযুতি-তে ভাঙন! মোদির সভায় ফাঁকা চেয়ারে কটাক্ষ কংগ্রেসের, বেসুরো অজিত

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা চলছে আর শিবাজী পার্কের (Shivaji Park) মতো জায়গায় সারি সারি শুধু ফাঁকা চেয়ার। এমন দৃশ্য মহারাষ্ট্রের (Maharashtra) বুকে বিজেপি শেষ কবে দেখেছে তা হয়তো মনে করা যাবে না। যাঁরা উপস্থিত ছিলেন তাঁরাও মোদির বক্তব্য চলাকালীন উঠে পিঠটান দিলেন। এই দৃশ্য দেখে কটাক্ষ করতে ছাড়েনি পায়ে হেঁটে নানদেদের রাস্তায় জনসংযোগ করতে আসা রাহুলের (Rahul Gandhi) কর্মসূচিতে উপচে পড়া ভিড় আয়োজন করা কংগ্রেস নেতারা।

নির্বাচনমুখী মহারাষ্ট্রে স্পষ্ট এনডিএ (NDA) জোটের ভাঙন। নরেন্দ্র মোদির সভায় মঞ্চ থেকে মঞ্চের নিচের চেয়ার স্পষ্ট করে দিল মহারাষ্ট্র বয়কট করছে বিজেপির নেতৃত্বে অশুভ জোটকে। একদিকে যখন রাহুল গান্ধী (Rahul Gandhi) মহারাষ্ট্রে পৌঁছালে ভিড় উপচে পড়ছে, সেখানে মোদির (Narendra Modi) সভার ফাঁকা চেয়ারকে তীব্র কটাক্ষ কংগ্রেসের। আর বিজেপির এই দুরবস্থাকে আরও তীব্র করছে যোগি আদিত্যনাথকে নিয়ে এনসিপি নেতা অজিত পাওয়ারের বক্তব্য ও তার পাল্টা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের তোপ। তাঁর দাবি, কংগ্রেস সংসর্গে থাকায় মহারাষ্ট্রের মানুষের মনোভাব এখনও বুঝে উঠতে পারেননি অজিত পাওয়ার (Ajit Pawar)। বিরোধিতা এতটাই স্পষ্ট যে মোদির সভাতেও অনুপস্থিত অজিত বা তাঁর অনুগামীরা।

মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে এসে ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগানে প্রচার করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। তারই প্রকাশ্যে বিরোধিতা করেন এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। এরপরই বৃহস্পতিবার নরেন্দ্র মোদির সভায় অনুপস্থিত অজিত পাওয়ার বা তাঁর গোষ্ঠীর সব নেতা। প্রচার মঞ্চে মোদির পিছনে এনসিপির (NCP Ajit fraction) নাম জ্বলজ্বল করলেও আদতে তাঁদের কোনও নেতাই সেখানে ছিলেন না। এমনকি বিজেপির অভ্যন্তরেও ভাঙন কতটা তা স্পষ্ট করে দেয় সারি সারি ফাঁকা চেয়ার। অর্থাৎ স্থানীয় নেতারাও মাঠ ভরাতে আগ্রহ দেখাননি। কংগ্রেসের কটাক্ষ মোদি যে পরিমাণ মিথ্যা কথা বলেন তার প্রত্যুত্তর নির্বাচনে দেবেন মহারাষ্ট্রের মানুষ। তারই প্রমাণ তাঁর সভার ফাঁকা চেয়ার।

spot_img

Related articles

দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সর্তকতা জারি

শীত বাড়তেই না বাড়তেই চওড়া হচ্ছে বার্ড ফ্লুর থাবা। দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক...

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...