Thursday, November 13, 2025

মর্মান্তিক পথ দুর্ঘটনা।দেরাদুনের এই দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গিয়েছে ছ’জনের। কপাল জোড়ে একজন বেঁচে গিয়েছেন। ইনোভার সঙ্গে ট্রাকের ধাক্কা হয়।যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাতে দেখা গিয়েছে, কারও দেহ রয়েছে, মাথা নেই, কেউ আবার পিষে গিয়েছেন গাড়ির ভিতরেই। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। দুমড়ে-মুচড়ে গিয়েছে তীব্র গতিতে ছুটে আসা গাড়ি। দেরাদুনের ১২ নভেম্বর রাতের দুর্ঘটনায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ। ওইদিন আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটিরও সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেখানে যে সাতজন দুর্ঘটনার কবলে পড়েছিল, তাদের দেখা গিয়েছে। তারা উদ্দাম নৃত্য করছেন, কেউ অন্যের গ্লাসে ঢেলে দিচ্ছেন মদ। জানা গিয়েছ, ওই ভিডিওটি তোলা হয়েছে দুর্ঘটনার কিছুক্ষণ আগে।

গাড়িতে ছিলেন বছর তেইশের কুণাল কুক্রেজা, নভ্যা গোয়েল, ২৪ বছরের অতুল আগরওয়াল, ঋষভ জৈন, ২০ বছর বয়সী কামাক্ষী এবং গুনীত, বয়স ১৯। প্রাণে বেঁচে গিয়েছেন ২৫ বছরের সিদ্ধেশ আগরওয়াল।যদিও তিনি এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ইনোভা গাড়িটি সুনীল আগরওয়ালের। তিনি ধনতেরাসের সময় ওই গাড়িটি কিনেছিলেন। অতুল আগরওয়াল তার পুত্র। দুর্ঘটনার সময় অতুলই গাড়ি চালাচ্ছিলেন। জানা গিয়েছে, নেশার ঘোরে রাতের পথে একটি বিএমডব্লিউ গাড়িকে ধাওয়া করে টপকে যেতে  চেয়েছিলেন তিনি। সেই জন্য গাড়ির গতি তীব্র থেকে তীব্র করেছিলেন। তাতেই ঘটে বিপত্তি, মর্মান্তিক পরিণতি। দ্রুত গতিতে চলা ইনোভা সাতজনকে নিয়ে ধাক্কা মারে ডাম্পারে, তারপরেই ধাক্কা ট্রাকের সঙ্গে।মৃত্যু হয় ছয় জনের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

আবার বিস্ফোরণ দিল্লিতে! ফোনকলে নাকাল দিল্লি পুলিশ, দমকল

লাল কেল্লা বিস্ফোরণের পরে গোটা রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। তার মধ্যে বৃহস্পতিবার ফের বিস্ফোরণের (blast) খবরে চাঞ্চল্য...

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...
Exit mobile version