অশোকনগরে ট্রেন অবরোধ, শিয়ালদহ- বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল

ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর স্টেশন (Ashoke Nagar Station)। বনগাঁ – মাঝেরহাট লোকাল ট্রেন চালুর দাবিতে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে ট্রেন অবরোধ শিয়ালদহ-বনগাঁ শাখায় (Sealdah -Bongaon) । অবরোধ তুলতে গিয়ে যাত্রীদের হাতে আক্রান্ত এক রেল কর্মী এবং অশোকনগর থানার এস আই। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের।

যাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে বনগাঁ মাঝেরহাট রুটের লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। বারবার রেলকে বলা সত্ত্বেও কেউ কর্ণপাত না করায় অবশেষে আজ ট্রেন অবরোধ করা হয়। কর্মব্যস্ত দিনে দু’ঘণ্টার বেশি সময় ধরে শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ থাকায় সমস্যায় অফিস যাত্রীরা। শেষ খবর পাওয়া অনুযায়ী অবরোধকারীদের হটিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।